বরিশাল বিএনপি
খান রফিক, বরিশাল
আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে। এই নির্দিষ্ট সময়সূচি পেয়ে বরিশালে মাঠে নেমে পড়েছেন আগ্রহী প্রার্থীরা। তাঁরা ঈদুল আজহার ছুটিতে এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন। বিশেষ করে বিএনপির নেতাদের পক্ষ থেকে ভূরিভোজ, মহড়া ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও প্রচারের প্রতিযোগিতার পাশাপাশি বিরোধের দৃশ্যও দেখা গেছে।
হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে বিএনপির টিকিট পেতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। দুজনেই ঈদে এলাকায় এসে নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক মহড়া দিয়েছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন জানান, ঈদের পর তিনি এলাকায় গিয়ে দেখেছেন মানুষ ভোট দিতে অপেক্ষা করছেন। তিনি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় ও খাওয়া-দাওয়া করেছেন। তিনি আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন। অন্যদিকে রাজিব মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় তাঁর বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেছেন, দাওয়াত খেয়েছেন ও নারীদের সঙ্গে মতিবিনিময়ে অংশ নিয়েছেন।
মর্যাদার আসন বরিশাল-৫ (সদর)-এ সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব আছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এই আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং তিনি এবারও নির্বাচন করতে আগ্রহী। তিনি আজকের পত্রিকাকে জানান, ঈদের সময়টি ব্যবহার করতে এলাকায় নেতারা ব্যস্ত রয়েছেন। সদরে তিনি বারবার নির্বাচন করেছেন। ভবিষ্যতে দল নির্ধারণ করবে, এখানে মনোনয়ন কে পাবেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সরোয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দেওয়া। কিন্তু তারা নির্বাচন রেখে অন্য কাজে ব্যস্ত। কেউ দেশের মানচিত্র পরিবর্তন করতে চায়, কেউ সংস্কারের নামে নানা কর্মকাণ্ডে ব্যস্ত। যে কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।’
এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও আগ্রহী দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। তিনি ঈদের আগ থেকেই প্রচার চালাচ্ছেন। আবু নাসের জানান, তিনি ঈদে ৪০০-৫০০ লোককে আপ্যায়ন করিয়েছেন। বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা ও দাওয়াতে অংশ নিয়েছেন। মানুষ মুখিয়ে আছেন ভোট দিতে। বয়স ৩৫ হয়েছে এমন হাজারো মানুষ একবারও ভোট দিতে পারেননি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে গ্রামগঞ্জে আলোচনা চলছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ঈদের দিন থেকে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা। তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। অনেক বছর পর বাবুগঞ্জে নেতা-কর্মীদের নিয়ে মহড়া দিয়েছেন সেলিমা। মুলাদীতে বিএনপির নেতা ছত্তার খান পাঁচটি গরু দিয়ে সেলিমার উপস্থিতিতে ভূরিভোজ করিয়েছেন। অন্যদিকে জয়নুল ঈদের দিন ও পরদিন মুলাদীর বিভিন্ন এলাকায় শুভেচ্ছাবিনিময় করেছেন।
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে প্রার্থী হতে চাওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য আব্দুস সোবাহান ও কামরুল ইসলাম সজল এবার ঈদ উদ্যাপন করেছেন এলাকায়।
কুদ্দুসুর বলেন, ‘নির্বাচনী মৌসুম, তাই নেতারা ঈদে এলাকায় আসছেন। তবে রাজনীতি মৌসুমভিত্তিক হয় না। আন্দোলনে থাকবেন না, এলাকায় আসবেন না; কিন্তু নির্বাচন এলেই তাঁরা এলাকায় ছুটে আসেন অতিথি পাখি হিসেবে—এটা ঠিক নয়।’
নির্বাচনের জন্য ঘোষিত সময়ের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এপ্রিলে ঝড়ঝঞ্ঝা থাকে। এপ্রিলের কথা বলে ভাঁওতাবাজি করছে সরকার।’
এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ঈদে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন ইউনিয়নে। আরেক মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম খানও বেশ তৎপর হয়ে উঠেছেন।
আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে। এই নির্দিষ্ট সময়সূচি পেয়ে বরিশালে মাঠে নেমে পড়েছেন আগ্রহী প্রার্থীরা। তাঁরা ঈদুল আজহার ছুটিতে এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন। বিশেষ করে বিএনপির নেতাদের পক্ষ থেকে ভূরিভোজ, মহড়া ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও প্রচারের প্রতিযোগিতার পাশাপাশি বিরোধের দৃশ্যও দেখা গেছে।
হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে বিএনপির টিকিট পেতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। দুজনেই ঈদে এলাকায় এসে নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক মহড়া দিয়েছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন জানান, ঈদের পর তিনি এলাকায় গিয়ে দেখেছেন মানুষ ভোট দিতে অপেক্ষা করছেন। তিনি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় ও খাওয়া-দাওয়া করেছেন। তিনি আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন। অন্যদিকে রাজিব মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় তাঁর বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেছেন, দাওয়াত খেয়েছেন ও নারীদের সঙ্গে মতিবিনিময়ে অংশ নিয়েছেন।
মর্যাদার আসন বরিশাল-৫ (সদর)-এ সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব আছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এই আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং তিনি এবারও নির্বাচন করতে আগ্রহী। তিনি আজকের পত্রিকাকে জানান, ঈদের সময়টি ব্যবহার করতে এলাকায় নেতারা ব্যস্ত রয়েছেন। সদরে তিনি বারবার নির্বাচন করেছেন। ভবিষ্যতে দল নির্ধারণ করবে, এখানে মনোনয়ন কে পাবেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সরোয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দেওয়া। কিন্তু তারা নির্বাচন রেখে অন্য কাজে ব্যস্ত। কেউ দেশের মানচিত্র পরিবর্তন করতে চায়, কেউ সংস্কারের নামে নানা কর্মকাণ্ডে ব্যস্ত। যে কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।’
এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও আগ্রহী দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। তিনি ঈদের আগ থেকেই প্রচার চালাচ্ছেন। আবু নাসের জানান, তিনি ঈদে ৪০০-৫০০ লোককে আপ্যায়ন করিয়েছেন। বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা ও দাওয়াতে অংশ নিয়েছেন। মানুষ মুখিয়ে আছেন ভোট দিতে। বয়স ৩৫ হয়েছে এমন হাজারো মানুষ একবারও ভোট দিতে পারেননি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে গ্রামগঞ্জে আলোচনা চলছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ঈদের দিন থেকে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা। তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। অনেক বছর পর বাবুগঞ্জে নেতা-কর্মীদের নিয়ে মহড়া দিয়েছেন সেলিমা। মুলাদীতে বিএনপির নেতা ছত্তার খান পাঁচটি গরু দিয়ে সেলিমার উপস্থিতিতে ভূরিভোজ করিয়েছেন। অন্যদিকে জয়নুল ঈদের দিন ও পরদিন মুলাদীর বিভিন্ন এলাকায় শুভেচ্ছাবিনিময় করেছেন।
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে প্রার্থী হতে চাওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য আব্দুস সোবাহান ও কামরুল ইসলাম সজল এবার ঈদ উদ্যাপন করেছেন এলাকায়।
কুদ্দুসুর বলেন, ‘নির্বাচনী মৌসুম, তাই নেতারা ঈদে এলাকায় আসছেন। তবে রাজনীতি মৌসুমভিত্তিক হয় না। আন্দোলনে থাকবেন না, এলাকায় আসবেন না; কিন্তু নির্বাচন এলেই তাঁরা এলাকায় ছুটে আসেন অতিথি পাখি হিসেবে—এটা ঠিক নয়।’
নির্বাচনের জন্য ঘোষিত সময়ের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এপ্রিলে ঝড়ঝঞ্ঝা থাকে। এপ্রিলের কথা বলে ভাঁওতাবাজি করছে সরকার।’
এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ঈদে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন ইউনিয়নে। আরেক মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম খানও বেশ তৎপর হয়ে উঠেছেন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে