Ajker Patrika

শেবাচিমের আইসোলেশনে ৪ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ১২
শেবাচিমের আইসোলেশনে ৪ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের নমুনা আরটি–পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

ডা. রাজ্জাক জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র সাত জনকে। এ নিয়ে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১০৬ ও করোনা ওয়ার্ডে ৪০ জন রোগী চিকিৎসাধীন।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৬২৭ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ৮৭ জন। আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মারা গেছেন মোট ৫১৮ জন রোগী। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ও অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত