Ajker Patrika

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।

ভুক্তভোগী চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী, রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে পাঁচ-ছয়জন বখাটে এই হামলা চালায়।

ভুক্তভোগী বাবা বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, তাঁর মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টমটম (অটোরিকশা) চালক নাঈম ঘরামী তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী তার নানা বাড়ি যাওয়ার পথে মাস্তান বাজার এলাকায় নাঈম পথরোধ করে এবং হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ছাত্রী খালে ঝাঁপ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। ওই সময় নাঈম ঘরামী পালিয়ে যায়।

বিকেলেই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী। এরপর সন্ধ্যায় বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। ভয়ে পরদিন শুক্রবার সকালে তিনি বিদ্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক অভিযুক্তদের হাজির হতে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়। স্কুল থেকে ফেরার পথে গলইভাঙ্গা স মিল এলাকায় আনোয়ার মাতুব্বরের ওপর হামলা চালায় বখাটেরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। ছাত্রীর বাবাকে মারধরের ঘটনাও শুনেছি।’

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত