Ajker Patrika

নদীতে ইলিশ শিকারের অপরাধে জেলেকে ২২ দিনের কারাদণ্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নদীতে ইলিশ শিকারের অপরাধে জেলেকে ২২ দিনের কারাদণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামে এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গুলিশাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ দণ্ড দেন।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। এ নির্দেশনা উপেক্ষা করে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সোহেল মৃধা (৩৫) পায়রা নদীতে ইলিশ শিকার করতে জাল ফেলে।

খবর পেয়ে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার পায়রা নদীতে অভিযান চালিয়ে জালসহ সোহেল মৃধাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করেছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধাকে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত