Ajker Patrika

পটুয়াখালীতে বিনা মূল্যের ৪ টন পাঠ্যবই বিক্রি, পরে জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে বিনা মূল্যের ৪ টন পাঠ্যবই বিক্রি, পরে জব্দ

পটুয়াখালীর কলাপাড়ার একটি মাদ্রাসায় রাতের আঁধারে কেজি দরে বিক্রি করা চার টন সরকারি বিনা মূল্যের পাঠ্যবই জব্দ করা হয়েছে। এ সময় বইগুলো বহন করা একটি ট্রাকও জব্দ করে উপজেলা প্রশাসন। উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক সরকারি বিনা মূল্যের বইগুলো কেজি দরে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন সড়ক থেকে বইগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আঁধারে এ সব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে শওকত আলী নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন। পরে ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

জব্দকরা ট্রাকক্রেতা শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মূলত পুরোনো বই–খাতা কেজি হিসেবে ক্রয়–বিক্রয়ের ব্যবসা করি। মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে বইগুলো কেজি দরে কিনেছি। তবে এগুলো পাঠ্যবই কিনা সে বিষয়ে জানা নেই। বইগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত