Ajker Patrika

বরগুনায় টুকুর মাথায় জয়ের মুকুট ও শম্ভু রাজত্বের অবসানের নেপথ্যে 

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ২৮
বরগুনায় টুকুর মাথায় জয়ের মুকুট ও শম্ভু রাজত্বের অবসানের নেপথ্যে 

বরগুনা-১ আসন থেকে ছয়বার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খাদ্য উপমন্ত্রী ছিলেন। একই সঙ্গে ৩৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের শীর্ষ পদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দখলে। হেভিওয়েট এই প্রার্থী এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু তরুণ তুর্কি গোলাম সরোয়ার টুকুর কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি। বরগুনার আওয়ামী লীগের চার নেতার মধ্যে ভোটে তৃতীয় অবস্থানে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বরগুনায় আওয়ামী লীগ প্রার্থী শম্ভুর বিপরীতে তিনজন দলীয় প্রার্থী ছিলেন। সবাইকে ছাপিয়ে গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীকে ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান। তিনি কাঁচি প্রতীকে ৫৭ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে ধীরেন্দ্র দেবনাথ ৫৪ হাজার ১৬৮ ভোট। দলীয় অপর স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৫৪ ভোট।

বেসরকারি ফলাফলে নির্বাচিত গোলাম সরোয়ার টুকু বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তরুণ এই নেতা ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনেও তিনি শম্ভু প্যানেলের বিপরীতে গিয়ে দুবার ভিপি নির্বাচিত হন। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। তিনি প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়েছেন।

প্রচারের শুরুতে গোলাম সরোয়ার টুকু ভোটারদের পরিবর্তনের ডাক দেন। টানা তিনবারের সংসদ সদস্য  শম্ভুকে ‘অলস ও দুর্নীতিবাজ নেতৃত্ব’ আখ্যা দিয়ে তিনি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে তরুণ নেতৃত্বে আস্থা রাখতে ভোটারদের আহ্বান জানান। মূলত শম্ভুর টানা ৩৫ বছরের আধিপত্যবাদ, পরিবারতান্ত্রিক রাজনীতি, দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনের অবসানে তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে এলাকার ভোটাররাও পরিবর্তনের জন্য পছন্দমতো যোগ্য নেতা বেছে নেওয়ার সুযোগ খুঁজছিলেন। এবার দলীয় স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ সবার মধ্য থেকে তরুণ নেতা হিসেবে ভোটাররা ক্লিন ইমেজের টুকুকেই বেছে নিয়েছেন বলে অনেকে মত ব্যক্ত করেছেন।

শম্ভুর বিপরীতে দেড় লাখের বেশি ভোট
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিপরীতে দলীয় তিনজন স্বতন্ত্র প্রার্থী দেড় লাখের বেশি ভোট পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে স্বতন্ত্র বনাম স্বতন্ত্র। টানা তিনবারের সংসদ সদস্য, হেভিওয়েট প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিপরীতে বিপুল ভোট দেওয়াকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিকেরা।

শম্ভুর পরাজয়ের নেপথ্যে
সদর, আমতলী ও তালতলী—এই তিন উপজেলা নিয়ে বরগুনা-১ আসন। আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল। বরগুনা-১ আসনে ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত কখনো অন্য কোনো দল সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। সপ্তমবারের মতো এবারও বরগুনা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ থেকে বর্তমান মেয়াদ পর্যন্ত টানা তিনবারসহ মোট পাঁচবার তিনি বরগুনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। শম্ভু গত তিন মেয়াদ টানা সংসদ সদস্য থাকলেও এলাকার উন্নয়নে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি। এমনকি উন্নয়নের ক্ষেত্রে তিনি ছিলেন অনেকটাই নির্লিপ্ত। ফলে গত ১৫ বছরে বরগুনা জেলায় উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি; বিশেষ করে বরগুনা জেলায় সরকারের কোনো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়নি।

এ ছাড়া পায়রা বন্দর সেনাক্যাম্প, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় জেলা পটুয়াখালীতে স্থাপিত হওয়ায় এ নিয়ে বরগুনা-১ আসনের ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। ভোটারদের বদ্ধমূল ধারণা, শম্ভুর নির্লিপ্ততার কারণেই এসব বড় উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এর ওপর ‘বরগুনা গুরুত্বপূর্ণ জেলা নয়’—এমন মন্তব্য করে ব্যাপক সমালোচিত হন তিনি।

দলীয় নেতা-কর্মীদের অনেকে বর্তমান সংসদ সদস্যের ওপর ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকে দলীয় চাপে বাধ্য হয়ে নৌকার পক্ষে প্রচার চালালেও তলেতলে তাঁরা এবার দলীয় অন্য স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করুক—এমনটাই চেয়েছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে আবার নানা অজুহাতে শম্ভুর নির্বাচনী প্রচার থেকে নিজেদের কৌশলে আড়াল করে রেখেছিলেন।

সাবেক খাদ্য উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।ওয়ার্ড, উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা চাপে পড়ে নৌকার সমর্থন ও প্রচারে অংশ নিলেও ভেতরে ভেতরে তাঁরা এবার পরিবর্তন চেয়েছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনেকে শম্ভুর পক্ষে প্রচারে অংশ নিলেও তাঁরা এবার চাননি, ভোটে শম্ভু জিতুক।

জেলা আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শম্ভুকে মনোনয়ন দেওয়ায় আমরা এবার ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারছিলাম না। ভোটাররা নৌকায় ভোট দিতে ইচ্ছুক থাকলেও শম্ভুর প্রতি তাঁরা ক্ষুব্ধ ছিলেন। ভোট চাওয়ার মতো কোনো উন্নয়ন তিনি করেননি। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনেও তিনি খোদ দলীয় প্রার্থীর বিপরীতে কাজ করেছেন। তিনি “শম্ভু লীগ” সৃষ্টি করেছিলেন। যাদের আচরণে ভোটাররা রীতিমতো ক্ষিপ্ত। এসব কারণে ভোটাররা এবার শম্ভুর বিপরীতে ভোটবিপ্লব ঘটিয়েছেন।’

নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, ‘এলাকার মানুষের দাবির কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অলস নেতৃত্বের কারণে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের সময়টা আমরা মিস করেছি। তিনি এই জনপদকে অন্তত ৫০ বছর উন্নয়নে পিছিয়ে দিয়েছেন। মানুষ যে এখন আর অলস, দুর্নীতিবাজ ও আধিপত্যবাদী নেতৃত্ব চায় না—এই ফলাফল তারই প্রমাণ। আমি পিছিয়ে পড়া বরগুনা-১ আসনকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে নিরলস কাজ করব।’

এসব বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

দিল্লিতে বিস্ফোরণ: আটক ২, তিন ঘণ্টা ধরে ঘটনাস্থলে ছিল গাড়িটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাটহাজারীতে দুই দিনে অজ্ঞাতনামা তিন লাশ উদ্ধার

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুরপাড়ের পশ্চিমে রেললাইনসংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচে ডোবা থেকে আনুমানিক ৬২ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার শিকারপুর ইউনিয়ন মদুনাঘাট এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ মেলে। একই দিন হাটহাজারী পৌরসভায় আলমপুর গ্রামে পুকুরে আনুমানিক ৫৫ বছর বয়সী আরও এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা লাশ দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল ও আজ দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

দিল্লিতে বিস্ফোরণ: আটক ২, তিন ঘণ্টা ধরে ঘটনাস্থলে ছিল গাড়িটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গুলশানে লেকের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে লেকের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের নাম সৌরভ (২৫)। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তিন-চার ব্যক্তি সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁকে ১০-১১টি কোপ দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, ‘রাতে সৌরভ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।’

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে।’

নিহত সৌরভ স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনো এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

দিল্লিতে বিস্ফোরণ: আটক ২, তিন ঘণ্টা ধরে ঘটনাস্থলে ছিল গাড়িটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিলেটের যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি
ইরাকে ইরানের বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি
ইরাকে ইরানের বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

দিল্লিতে বিস্ফোরণ: আটক ২, তিন ঘণ্টা ধরে ঘটনাস্থলে ছিল গাড়িটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ৩টায় রাউজান পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার ইকবাল রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুস প্রকাশ কালু মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, থানার নথিপত্র অনুযায়ী মেজর ইকবালের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা, দাঙ্গা-মারামারি, অপহরণ, চাঁদাবাজিসহ ১১টি মামলার বিবরণ রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানায় তাঁর নামে ৪০টির বেশি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইকবাল স্থানীয়ভাবে পরিচিত ছিলেন একজন ভয়ংকর অপরাধী হিসেবে। তিনি শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবু হত্যা ও মুজিব হত্যা মামলার অন্যতম আসামি। তিনি একটি সক্রিয় ডাকাত দলের নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ধরে রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মেজর ইকবাল দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গতকাল তাঁকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, এটি পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

দিল্লিতে বিস্ফোরণ: আটক ২, তিন ঘণ্টা ধরে ঘটনাস্থলে ছিল গাড়িটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত