Ajker Patrika

বলেশ্বরে ট্রলারডুবি: ‘কর্কশিটে ভেসে’ মাকে কল বায়েজিদের, তারপর নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০: ৩৪
বলেশ্বরে ট্রলারডুবি: ‘কর্কশিটে ভেসে’ মাকে কল বায়েজিদের, তারপর নিখোঁজ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে বরগুনার পাথরঘাটার দুই জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৩) ও আমিন ব্যাপারীর ছেলে বায়েজিদ (১৭)। 

নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেন। 

নিখোঁজ বায়েজিদের মা পারভীন আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর ছেলে বায়েজিদ ফোন করে জানায়, তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি কর্কশিটের ওপর ভেসে আছে। তাদের তাড়াতাড়ি উদ্ধারের জন্য সাহায্য চায় তারা। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

অপর নিখোঁজ যুবক ইউসুফের নানা আব্দুল লতিফ আজকের পত্রিকাকে জানান, ট্রলারডুবির খবর পেয়ে রাতেই এলাকার লোকজন উদ্ধারের জন্য বের হয়। শুক্রবার বেলা দুইটার দিকে ডুবে যাওয়া ট্রলার ও জাল দড়ি উদ্ধার করা হয়েছে ও কর্কশিট উদ্ধার করা হয়েছে। কিন্তু নিখোঁজদের খোঁজ পাওয়া যায়নি। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ‘নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার নদীতে তল্লাশি করছে। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।’ 

দক্ষিণ স্টেশন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ভ্যাসেল নিয়ে উদ্ধার চালাচ্ছেন। এখনো কারও সন্ধান পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত