Ajker Patrika

বরিশাল নগরী থেকে ভুয়া পুলিশ আটক

বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরী থেকে ভুয়া পুলিশ আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এলাকা থেকে মো. জুম্মান (৩০) নামে পুলিশের পরিচয় দেওয়া এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জুম্মানকে শেবাচিম হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন। 

আটক মো. জুম্মান নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুনশির ছেলে। তিনি পুলিশ পরিচয় দিয়ে শেবাচিম হাসপাতালে আসা রোগীর স্বজন ও হাসপাতালের সামনে ফুটপাতে দোকানদারদের কাছ থেকে টাকা তুলছিলেন। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, জুম্মান সকালে শেবাচিম হাসপাতালের মেইন গেটে একটি ওয়াকিটকি সেট নিয়ে ঘুরছিলেন। তাঁর কাছে সাংবাদিকের দুটি ভুয়া আইডি কার্ডও ছিল। রোগীর স্বজন এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতোয়ালি মডেল থানা-পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। 

লোকমান হোসেন বলেন, শেবাচিমের পুলিশ কন্ট্রোল রুমে জুম্মানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত