Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: মারধরের অভিযোগে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়: মারধরের অভিযোগে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলে প্রতিপক্ষের মারধরে ৩ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগরের বন্দর থানায় গতকাল বুধবার গভীর রাতে মামলাটি দায়ের করেন আহতদের একজন রাজু মোল্লা (২৩)। 

মামলায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তাঁরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। 

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে জনতাবদ্ধ হয়ে দা, লোহার রড ও পাইপ নিয়ে হলের কক্ষে অনধিকার প্রবেশ করে। তখন অভিযুক্ত তানজিদ মঞ্জু হত্যার উদ্দেশ্যে আহত রাজুর মাথায় কোপ দেয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও ভাঙচুর, ক্ষতিসাধন, অবৈধভাবে আটকে মারধরসহ চুরির অভিযোগ আনা হয়েছে। 

জানা গেছে, গত শনিবার দিনগত রাত ১২টার দিকে ববির শের-ই-বাংলা হলে প্রবেশ করেন একদল শিক্ষার্থী। তখন তারা মার্কেটিং বিভাগের অনার্সের শিক্ষার্থী রাজু মোল্লা ও মিলন হোসাইন, উদ্ভিদ বিজ্ঞানের সিফাত হোসাইনকে মারধর করে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিদ মঞ্জু (২৪), সিহাব উদ্দিন (২৪), মাকের্টিং বিভাগের রমজান হোসেন (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের হাসিব রায়হান মুন্না (২৪), রাষ্ট্রবিজ্ঞানের রফিকুল ইসলাম ইমু (২৫) ও নাইমুর রহমান (২৪), ইতিহাস ও সভ্যতার ফারদিন খান (২৪), গণিতের দেলোয়ার হোসেন (২৪), রাষ্ট্রবিজ্ঞানের ফাত্তাহুর রাফি (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের আলভীর ইসলাম (২৪) ও হিসাব বিজ্ঞান বিভাগের শাওন (২৪)। 

মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে শনিবার রাতে ধারালো অস্ত্রসহ লোহার রড নিয়ে হলের ২০০৭ নম্বর রুমে প্রবেশ করেন আসামিরা। তখন রাজু মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় কক্ষে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন। তখন রাজুকে টেনে ২০০৬ নম্বর কক্ষে আটকে রাখেন। সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করে মাথায় জখম করে মঞ্জু। এরপর অপর দুই শিক্ষার্থী মিলন ও সিফাতকে ডেকে এনে মারধর করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার পর হলের প্রভোস্ট আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
 
ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা তাঁর কাছে কোনো অভিযোগ দেয়নি। মামলা বিষয়ে তিনি অবগত নয়। শিক্ষার্থীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত