Ajker Patrika

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী: বরিশালে দুই গ্রুপের মধ্যে মারামারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭: ২২
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরিশালে দুই গ্রুপের মারামারি। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরিশালে দুই গ্রুপের মারামারি। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আজ বুধবার দুপুরের দিকে নগরীর সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে মহানগর ছাত্রদলের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‍্যালি করে। এতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ অনুষ্ঠিত র‍্যালিটি অশ্বিনীকুমার হলসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে রওনা হয়ে কাকলির মোড়ের উদ্দেশে যাচ্ছিল। এরই মধ্যে পেছনে থাকা বেশ কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনার জেরে সদর রোড, কাকোলির মোড়, আগুরপুর রোডে মারামারিতে জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কর্মসূচি সফল করার জন্য আমি মঞ্চে ছিলাম। আমাদের অসংখ্য নেতা-কর্মী র‍্যালিতে অংশ নেন। হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তথ্যপ্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত