Ajker Patrika

‘বাইরাইয়া লই, দেখমু আনে’, ধর্ষণ মামলায় গ্রেপ্তার কাউন্সিলরের হুমকি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২: ০৭
‘বাইরাইয়া লই, দেখমু আনে’, ধর্ষণ মামলায় গ্রেপ্তার কাউন্সিলরের হুমকি

বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে শনিবার আদালতে তোলার সময় সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন কাউন্সিলর কালাম। এ সময় কাউন্সিলরের সহযোগীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। 

কাউন্সিলর কালাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘শোন, সারা জীবন জেলে থাকমু না। কী হইছে? তাতে এত নিউজ করার কী আছে? আমি জেল থেইকা বাইরাইয়্যা লই। ব্যাপারটা দেখমু আনে।’ 

‘‌আমারে নিয়া নিউজ কইরা কামডা ভালো করো নাই।’ এই বলেও হুমকি দেন কাউন্সিলর।

এর আগে শুক্রবার বিকেলে বিমানবন্দর থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কামাল মোল্লার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। ওই দিন সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জমি দখল, চাঁদাবাজিসহ অনৈতিক নানা কর্মকাণ্ডের জন্য তিনি নগরীতে বিতর্কিত। এর আগেও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ ওঠে এবং ধর্ষণ মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত