Ajker Patrika

বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে জেলে নিখোঁজ 

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭ টা) নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। 

তবে উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর শোনা মাত্রই প্রশাসনকে জানিয়েছি, আমাদের তল্লাশি চলছে।’ 

নিখোঁজ জেলের নাম—মো. আউয়াল হাওলাদার (২৮)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, চরলাঠিমারা এলাকার ইউনুস মিয়ার নামবিহীন একটি ইঞ্জিনচালিত নৌকায় আউয়ালসহ ৪ জেলে মাছ শিকার যান। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে বিকট শব্দে ওই ট্রলার থেকে আউয়াল ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে তল্লাশি শুরু করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত