নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শুক্রবার থানায় তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন। তিনি বলেন, গতকাল রাতে ধর্ষণের অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে আজ শনিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়া (৩৫)। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে গত ২৫ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এর এক মাস পরে থানায় মামলা হওয়ার বিষয়ে পুলিশ বলছে, ‘তখন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রাকিবের ট্রলারে করে নদীতে মাছ ধরতেন। এ কারণে রাকিবের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। আর আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব গৃহবধূকে মোবাইল ফোনে কল করে একটি স্থানে আসতে বলেন। রাকিবের কথায় গৃহবধূ সেখানে গেলে আনোয়ার ও ইউনুছ এসে রাকিবের পাশ থেকে গৃহবধূকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যান। সেখানে আনোয়ার ও রাকিব তাঁকে ধর্ষণ করেন। এ সময় বাইরে থেকে ইউনুস পাহারা দেন। এ ঘটনা কাউকে না বলার জন্য গৃহবধূকে হুমকি দেন তাঁরা।
মামলার বাদী গৃহবধূ জানান, তিনি বিষয়টি ননদের স্বামীকে জানালেও সমাধানের কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীনকে জানান। একপর্যায়ে কোনো বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ইউপি সদস্য নুরুল আমীন বলেন, ‘ওই নারী আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিই। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা মীমাংসার জন্য আমার কাছে এসেছিলেন। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনো সমাধানের সাহস পাইনি।’
পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শুক্রবার থানায় তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন। তিনি বলেন, গতকাল রাতে ধর্ষণের অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে আজ শনিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়া (৩৫)। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে গত ২৫ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এর এক মাস পরে থানায় মামলা হওয়ার বিষয়ে পুলিশ বলছে, ‘তখন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রাকিবের ট্রলারে করে নদীতে মাছ ধরতেন। এ কারণে রাকিবের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। আর আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব গৃহবধূকে মোবাইল ফোনে কল করে একটি স্থানে আসতে বলেন। রাকিবের কথায় গৃহবধূ সেখানে গেলে আনোয়ার ও ইউনুছ এসে রাকিবের পাশ থেকে গৃহবধূকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যান। সেখানে আনোয়ার ও রাকিব তাঁকে ধর্ষণ করেন। এ সময় বাইরে থেকে ইউনুস পাহারা দেন। এ ঘটনা কাউকে না বলার জন্য গৃহবধূকে হুমকি দেন তাঁরা।
মামলার বাদী গৃহবধূ জানান, তিনি বিষয়টি ননদের স্বামীকে জানালেও সমাধানের কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীনকে জানান। একপর্যায়ে কোনো বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ইউপি সদস্য নুরুল আমীন বলেন, ‘ওই নারী আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিই। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা মীমাংসার জন্য আমার কাছে এসেছিলেন। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনো সমাধানের সাহস পাইনি।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে