কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের পরদিন ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল সোমবার কনের বাড়িতে বরযাত্রী নিয়ে রুকাইয়াকে তাঁর বাড়িতে নিয়ে আসেন তিনি। ভোরে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত ওমরের স্ত্রী নববধূ রুকাইয়া (১৮) বলেন, ‘ফজরের আজানের পর দুজন পুকুরে অজু করতে যাই। তিনি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গেলে আমি ঘরে ফিরে আসি। পরে ৭টার দিকে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই।’
মৃত ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী বলেন, ‘ফজরের সময় ছেলে ও বউকে পুকুরপাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচখেতে ছেলের রক্তাক্ত লাশ পড়ে আছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
স্থানীয় লতাচাপলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের পরদিন ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল সোমবার কনের বাড়িতে বরযাত্রী নিয়ে রুকাইয়াকে তাঁর বাড়িতে নিয়ে আসেন তিনি। ভোরে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত ওমরের স্ত্রী নববধূ রুকাইয়া (১৮) বলেন, ‘ফজরের আজানের পর দুজন পুকুরে অজু করতে যাই। তিনি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গেলে আমি ঘরে ফিরে আসি। পরে ৭টার দিকে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই।’
মৃত ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী বলেন, ‘ফজরের সময় ছেলে ও বউকে পুকুরপাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচখেতে ছেলের রক্তাক্ত লাশ পড়ে আছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
স্থানীয় লতাচাপলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৭ মিনিট আগে