Ajker Patrika

কোটা পুনর্বহালের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কোটা পুনর্বহালের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ববি শিক্ষার্থী সুজয় শুভ, সিবাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেওয়া হবে না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়েরও প্রতিবাদ জানাচ্ছি।’

পটুয়াখালী থেকে আসা বাসযাত্রী মজিবর হাওলাদার বলেন, ‘চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। অবরোধের কারণে গরমের মধ্যে এক ঘণ্টা সড়কে আটকে ছিলাম।’

বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভএ বিষয়ে জানতে চাইলে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত