নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। তবে ভোট শুরুর আগেই আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং ভোটারদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
আজ সোমবার সকাল ৮টা ২০ এ গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব অভিযোগের কথা জানিয়েছেন তিনি।
ইকবাল হোসেন তাপস বলেন, ‘সকাল থেকে আমি ফোন পাচ্ছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরা রাস্তায় ভোটারদেরকে ফিরিয়ে দিচ্ছে। ২২ নং ওয়ার্ডের কাজীপাড়াতে এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ও পুলিশ কমিশনারকে জানিয়েছি।’
ইকবাল অভিযোগ করে আরও বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে লাঙল মার্কার পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। পাসপোর্ট সাইজের ছবি হবে না স্ট্যাম্প সাইজের ছবি লাগবে বলে অনেক পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।’
ভোট প্রদান পরবর্তী প্রতিক্রিয়ায় ইকবাল বলেন, ‘ভোট দিয়েছি, ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। পরে প্রিসাইডিং অফিসার ফিঙ্গার দিয়ে ১ শতাংশের মধ্যে এনে আমাকে ভোট দিতে সহায়তা করেছেন। তাই একটু সময় লেগেছে।’
ইভিএমের সমালোচনা করে ইকবাল বলেন, ‘ইভিএমে এমনিতে ভোট দেওয়াটা সহজ। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য অ্যারেনজমেন্টে একটু সময় লাগে। নারী ও বৃদ্ধ ভোটারদের সমস্যা হতে পারে। ভোট বিলম্বও হতে পারে৷’
সুষ্ঠু ভোটের শঙ্কা জানিয়েছেন লাঙল প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আছে। উনারা চাচ্ছে যেন ভোটটা স্লো হয়। তাহলে উনাদের জন্য সুবিধা। তারা চাচ্ছে, শুধু আওয়ামী লীগের কর্মীরা এসে ভোট দেবে, অন্য কেউ যেন না দিতে পারে।’
তবে ভোট সুষ্ঠু হলে তিনি ফলাফল মেনে নেবেন বলে জানিয়ে বলেন, ‘যদি দেখি কোথাও কোন অন্যায় হচ্ছে না তাহলে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা মেনে নিব।’
সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। তবে ভোট শুরুর আগেই আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া এবং ভোটারদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
আজ সোমবার সকাল ৮টা ২০ এ গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব অভিযোগের কথা জানিয়েছেন তিনি।
ইকবাল হোসেন তাপস বলেন, ‘সকাল থেকে আমি ফোন পাচ্ছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরা রাস্তায় ভোটারদেরকে ফিরিয়ে দিচ্ছে। ২২ নং ওয়ার্ডের কাজীপাড়াতে এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ও পুলিশ কমিশনারকে জানিয়েছি।’
ইকবাল অভিযোগ করে আরও বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে লাঙল মার্কার পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না। পাসপোর্ট সাইজের ছবি হবে না স্ট্যাম্প সাইজের ছবি লাগবে বলে অনেক পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।’
ভোট প্রদান পরবর্তী প্রতিক্রিয়ায় ইকবাল বলেন, ‘ভোট দিয়েছি, ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলছিলো না। পরে প্রিসাইডিং অফিসার ফিঙ্গার দিয়ে ১ শতাংশের মধ্যে এনে আমাকে ভোট দিতে সহায়তা করেছেন। তাই একটু সময় লেগেছে।’
ইভিএমের সমালোচনা করে ইকবাল বলেন, ‘ইভিএমে এমনিতে ভোট দেওয়াটা সহজ। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য অ্যারেনজমেন্টে একটু সময় লাগে। নারী ও বৃদ্ধ ভোটারদের সমস্যা হতে পারে। ভোট বিলম্বও হতে পারে৷’
সুষ্ঠু ভোটের শঙ্কা জানিয়েছেন লাঙল প্রতীকের এই প্রার্থী। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা আছে। উনারা চাচ্ছে যেন ভোটটা স্লো হয়। তাহলে উনাদের জন্য সুবিধা। তারা চাচ্ছে, শুধু আওয়ামী লীগের কর্মীরা এসে ভোট দেবে, অন্য কেউ যেন না দিতে পারে।’
তবে ভোট সুষ্ঠু হলে তিনি ফলাফল মেনে নেবেন বলে জানিয়ে বলেন, ‘যদি দেখি কোথাও কোন অন্যায় হচ্ছে না তাহলে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা মেনে নিব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে