Ajker Patrika

ব্রিজ ভেঙে ভেকুসহ ট্রাক খালে, ভোগান্তিতে জনগণ

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৬: ৫৪
ব্রিজ ভেঙে ভেকুসহ ট্রাক খালে, ভোগান্তিতে জনগণ

ভেকু নিয়ে পার হতে গিয়ে সেতু ভেঙে খালে পরে গেছে ট্রাক। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ভাঙা সেতুতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার নিয়মিত পথচারী। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। দুর্ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল-ধামুড়া সড়কের একমাত্র ব্রিজটিতে। আজ শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ৫০ মিটারের আয়রন ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ১০-১২ হাজার মানুষ, ইজিবাইক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় ভারী যানবাহন ওঠা নিষেধ ছিল। তবে গত রাতে একটি ট্রাকে ভেকু নিয়ে ওই ব্রিজের মাঝখানে গেলে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় লস্কেরপুর, গাজীরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুড়াসহ ৮-১০টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ট্রাকসহ ভেকু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা। 

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ায় তাৎক্ষণিক সাধারণ মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে দিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘গার্ডার ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ব্রিজটি পাস  হলে হাজারো মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ‘ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডিকে নির্দেশ দিয়েছি। এ ছাড়া ট্রাক ও ভেকু উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত