পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে এক কৃষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কাথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম তপন কুমার হালদার (৫৫)। তিনি পেশায় কৃষক। কাথুলিয়া গ্রামের সতীন্দ্রনাথ হালদারের ছেলে তিনি।
দূর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তপনের এক ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং অন্য মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্স হিসেবে কর্মরত। আর তাঁর স্ত্রী বরিশাল বেড়াতে গিয়েছিলেন। তাই একাই বাড়িতে ছিলেন তপন।
গতকাল বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তাঁর কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তাঁর ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে বিছানায় তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতে মৃতদেহটি থানায় নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু নেওয়ার ঘটনা ঘটেনি। তদন্তের পরে এ বিষয় বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে এক কৃষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কাথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম তপন কুমার হালদার (৫৫)। তিনি পেশায় কৃষক। কাথুলিয়া গ্রামের সতীন্দ্রনাথ হালদারের ছেলে তিনি।
দূর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তপনের এক ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং অন্য মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্স হিসেবে কর্মরত। আর তাঁর স্ত্রী বরিশাল বেড়াতে গিয়েছিলেন। তাই একাই বাড়িতে ছিলেন তপন।
গতকাল বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তাঁর কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তাঁর ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে বিছানায় তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতে মৃতদেহটি থানায় নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু নেওয়ার ঘটনা ঘটেনি। তদন্তের পরে এ বিষয় বিস্তারিত বলা যাবে।
সাড়ে তিন বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ী বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ। কিন্তু তিনি এই ফলাফল না মেনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। অবশেষে আদালত তাঁকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ব্যানারে আজ বুধবার সকাল ১০টায় শহরের রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রাখা হয়।
৫ মিনিট আগেনড়াইল শহরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দখলদারদের এই নোটিশ দেন। বিষয়টি নিয়ে ৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
১০ মিনিট আগে