Ajker Patrika

বরিশালের ভাইস চেয়ারম্যানকে মসজিদেই লাঞ্ছিত করলেন মুসল্লিরা

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ৫৫
বরিশালের ভাইস চেয়ারম্যানকে মসজিদেই লাঞ্ছিত করলেন মুসল্লিরা

বরিশাল: সরকার বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে ইমামকে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু। এরপর তাঁকে মসজিদেই লাঞ্ছিত করেছেন মুসল্লিরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা.) (সৌদি) জামে মসজিদে।

খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবা শেষে স্বাস্থ্যবিধি বিষয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের নির্দেশনা পড়ে শোনাচ্ছিলেন ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এ সময় মসজিদে খুতবায় ইমাম স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত করেন এবং আগের কোনো খুতবায় সরকার বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান। তিনি ইমামকে জঙ্গিবাদী ও সরকার বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন এবং হুমকিও দেন। এ ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত মুসল্লিরা। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মুসল্লিদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে ইমাম মুয়াজ্জিনকে দ্রুত আজান দিতে নির্দেশ দেন। পরপরই নামাজ শুরু করেন। কিন্তু বেশ কিছু মুসল্লি নামাজ না পড়েই মসজিদ ত্যাগ করেন।

এ ব্যাপারে ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমানের সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুমার নামাজের সময় ওই ঘটনার পর আছরের ওয়াক্তে স্থানীয় নেতাদের নিয়ে মসজিদে হাজির হন ভাইস চেয়ারম্যান। তিনি আমাকে মসজিদে আসতে নিষেধ করেন।

বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান দাবি করেন, ইমাম মুজিবুর রহমান জুমার খুতবায় সরকার বিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিয়ে আসছেন। সেটির প্রতিবাদ করেন মসজিদের সভাপতি। আমি নিজেও প্রতিবাদ জানাই। এ নিয়েই মুসল্লিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত