Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের ভালোবাসা ও আবেগের জায়গা: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ০৪
বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের ভালোবাসা ও আবেগের জায়গা: উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয় শুধু আমাদের কর্মের জায়গা নয়, এটা ভালোবাসা ও আবেগের জায়গা। এ জন্য সকলকে প্রতিষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা আজ বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য যার যার অবস্থান থেকে সকলকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা এ সময় একাত্মতা পোষণ করে উপাচার্যের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ অগ্রযাত্রায় আমরা সকলে তাঁর পাশে আছি।’

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মহিন সরদার কালু ।

আরও উপস্থিত ছিলেন ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত