নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয় শুধু আমাদের কর্মের জায়গা নয়, এটা ভালোবাসা ও আবেগের জায়গা। এ জন্য সকলকে প্রতিষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা আজ বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য যার যার অবস্থান থেকে সকলকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা এ সময় একাত্মতা পোষণ করে উপাচার্যের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ অগ্রযাত্রায় আমরা সকলে তাঁর পাশে আছি।’
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মহিন সরদার কালু ।
আরও উপস্থিত ছিলেন ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয় শুধু আমাদের কর্মের জায়গা নয়, এটা ভালোবাসা ও আবেগের জায়গা। এ জন্য সকলকে প্রতিষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা আজ বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য যার যার অবস্থান থেকে সকলকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ৪টি সংগঠনের নেতারা এ সময় একাত্মতা পোষণ করে উপাচার্যের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ অগ্রযাত্রায় আমরা সকলে তাঁর পাশে আছি।’
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার এবং সাধারণ সম্পাদক মহিন সরদার কালু ।
আরও উপস্থিত ছিলেন ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের পাঁচ দিন পর গুলিয়াখালী সমুদ্রসৈকতে ভেসে আসা নির্মল দাস (৪৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকত–সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নির্মল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির
১০ মিনিট আগেসিগারেটের দাম বাড়ালে এ খাত থেকে সরকারের রাজস্ব আয় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে সিগারেটের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৬ মিনিট আগেদিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেরাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।
২১ মিনিট আগে