নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে