পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মা, বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
আজ শুক্রবার সকাল ৯টায় কাঁঠালতলী তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে তোফাজ্জলের জানাজা শেষে যখন দাফন চলছিল, ঠিক তখনই এলাকাবাসী এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। এ সময় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, তোফাজ্জল খুবই হাসি–খুশি লোক ছিলেন। তাঁকে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে কেউ দেখেনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটতে পারে এটি ভেবে সবাই অবাক হচ্ছেন। তাঁরা বলেন, চুরি যদিও করেও থাকে, সে জন্য তো আইন আছে। সামান্য কয়েক টাকার মোবাইলের জন্য এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা তাঁরা মেনে নিতে পারছেন না।
মানববন্ধনে অংশ নেওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন বলেন, ‘দুই রাত ঘুমাতে পারিনি, শুধু চোখের সামনে ভাত খাওয়ার দৃশ্যটা ভেসে ওঠে! তোফাজ্জলকে আমি নিজের অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি। এরপর ও ভাইয়ের মৃত্যুর পর আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। ও আমার কোনো নিকটাত্মীয় নয়, তবুও ওর জন্য মায়া লাগে। এ রকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে—তা ভাবা যায় না।’
তোফাজ্জলের স্কুলশিক্ষক গোলাম মাওলা মিলন বলেন, ‘স্কুলজীবন থেকেই তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তোফাজ্জলের মামাতো বোন তানিয়া বলেন, ‘আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে।’
জুমার নামাজের পর পাথরঘাটা গোলচত্বরে তোফাজ্জল হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে পাথরঘাটা স্টুডেন্ট সোসাইটি। এ ছাড়া তোফাজ্জল হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকায় অধ্যয়নরত পাথরঘাটার শিক্ষার্থীরা ও বিকেলে বিএম কলেজ প্রধান ফটকে মানববন্ধন করেন পাথরঘাটাস্থ বরিশালের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মা, বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
আজ শুক্রবার সকাল ৯টায় কাঁঠালতলী তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে তোফাজ্জলের জানাজা শেষে যখন দাফন চলছিল, ঠিক তখনই এলাকাবাসী এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। এ সময় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, তোফাজ্জল খুবই হাসি–খুশি লোক ছিলেন। তাঁকে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে কেউ দেখেনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটতে পারে এটি ভেবে সবাই অবাক হচ্ছেন। তাঁরা বলেন, চুরি যদিও করেও থাকে, সে জন্য তো আইন আছে। সামান্য কয়েক টাকার মোবাইলের জন্য এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা তাঁরা মেনে নিতে পারছেন না।
মানববন্ধনে অংশ নেওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন বলেন, ‘দুই রাত ঘুমাতে পারিনি, শুধু চোখের সামনে ভাত খাওয়ার দৃশ্যটা ভেসে ওঠে! তোফাজ্জলকে আমি নিজের অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি। এরপর ও ভাইয়ের মৃত্যুর পর আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। ও আমার কোনো নিকটাত্মীয় নয়, তবুও ওর জন্য মায়া লাগে। এ রকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে—তা ভাবা যায় না।’
তোফাজ্জলের স্কুলশিক্ষক গোলাম মাওলা মিলন বলেন, ‘স্কুলজীবন থেকেই তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
তোফাজ্জলের মামাতো বোন তানিয়া বলেন, ‘আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে।’
জুমার নামাজের পর পাথরঘাটা গোলচত্বরে তোফাজ্জল হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে পাথরঘাটা স্টুডেন্ট সোসাইটি। এ ছাড়া তোফাজ্জল হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকায় অধ্যয়নরত পাথরঘাটার শিক্ষার্থীরা ও বিকেলে বিএম কলেজ প্রধান ফটকে মানববন্ধন করেন পাথরঘাটাস্থ বরিশালের শিক্ষার্থীরা।
মিনারুল চিরকুটে লিখে গিয়েছেন, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’ সেই মিনারুল এবং তার স্ত্রী সন্তানদের জন্য চল্লিশা খাওয়ালেন তাঁর পরিবার। তাও আবার ধার-দেনা করে। শনিবার দুপুরে বামনশিকড় গ্রামের বাড়িতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় এক লাখ টাকা খরচ হয়। চল্লিশায় দুপুরের খাবার খান সমাজের..
৪১ মিনিট আগেসক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
৪ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।
৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (নগর ও সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রভাবশালী এ নেতা সম্প্রতি নগরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ, প্রচারণার মাধ্যমে এমনটি ইঙ্গিত দিয়েছেন।
৪ ঘণ্টা আগে