মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালতলী উপকূলের জেলেরা বেহুন্দি জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির পোনা শিকার করেন। নভেম্বরে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে এই পোনা মাছ শিকার। দাদন ব্যবসায়ী সোনাকাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর ফরাজী ও স্থানীয় ইউপি সদস্য মো. টুকু সিকদার মৎস্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর হাত করে পোনা নিধন করাচ্ছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, তালতলীর ফকিরহাট, আশার চর, নিশানবাড়িয়া, নিন্দ্রা সকিনাসহ বিভিন্ন পয়েন্টে বেহুন্দি জাল দিয়ে জেলেরা পোনা মাছ ধরছেন। এতে ছোট চিংড়ি (ভুলা), ছোট পোয়া, ফাইসা, লইট্টাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকা পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন ৭০-৮০ টন ভুলা চিংড়ি ও পোনা দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
ফকিরহাটের জব্বার, সজলসহ কয়েকজন জেলে জানান, তাঁরা সারা বছর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে অন্য মাছ না থাকায় বেহুন্দি জাল দিয়ে পোনা শিকার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ জাল দিয়ে পোনা শিকার করতে ১৫ দিন পরপর ৩ হাজার টাকা চাঁদা দিতে হয়। দাদন ব্যবসায়ী মজিবুর ও টুকু এসব টাকা তুলে প্রশাসনকে হাত করেন। প্রতিবার তাঁরা ১০ থেকে ১২ লাখ টাকা চাঁদা তুলে বিভিন্ন দপ্তরে ভাগ করে দেন।
এ নিয়ে জানতে চাইলে মজিবুর চাঁদা তোলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ শিকার করছে। এখানে আমার কোনো হাত নেই।’ অন্যদিকে টুকু বলেন, ‘জেলেদের দাদন দিয়েছি। ওই হিসাবে তাদের কাছ থেকে কমিশন নিই। এর বাইরে জেলেদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩৫ জন দাদন ব্যবসায়ী রয়েছে। তারা জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়েছে।’
যোগাযোগ করা হলে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘উপজেলা মৎস্য দপ্তরের নামে চাঁদা নেওয়ার অভিযোগ সত্য নয়। অভিযান পরিচালনা করলেও (শিকার করা) মাছ পাই, কিন্তু জাল পাই না। নিষিদ্ধ জাল পেলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি।’
অভিযানের বিষয়ে নিদ্রা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, ‘জলযানের অভাবে সাগরে অভিযান পরিচালনা করতে পারছি না। আগামী সপ্তাহে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জালে মাছ শিকারকারী জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, মৎস্য বিভাগ কম্বিং অপারেশন চালাচ্ছে। তারপরও যদি নিষিদ্ধ জাল দিয়ে জেলেরা পোনা নিধন করেন, অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালতলী উপকূলের জেলেরা বেহুন্দি জাল দিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির পোনা শিকার করেন। নভেম্বরে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে এই পোনা মাছ শিকার। দাদন ব্যবসায়ী সোনাকাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর ফরাজী ও স্থানীয় ইউপি সদস্য মো. টুকু সিকদার মৎস্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর হাত করে পোনা নিধন করাচ্ছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, তালতলীর ফকিরহাট, আশার চর, নিশানবাড়িয়া, নিন্দ্রা সকিনাসহ বিভিন্ন পয়েন্টে বেহুন্দি জাল দিয়ে জেলেরা পোনা মাছ ধরছেন। এতে ছোট চিংড়ি (ভুলা), ছোট পোয়া, ফাইসা, লইট্টাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকা পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন ৭০-৮০ টন ভুলা চিংড়ি ও পোনা দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
ফকিরহাটের জব্বার, সজলসহ কয়েকজন জেলে জানান, তাঁরা সারা বছর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে অন্য মাছ না থাকায় বেহুন্দি জাল দিয়ে পোনা শিকার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ জাল দিয়ে পোনা শিকার করতে ১৫ দিন পরপর ৩ হাজার টাকা চাঁদা দিতে হয়। দাদন ব্যবসায়ী মজিবুর ও টুকু এসব টাকা তুলে প্রশাসনকে হাত করেন। প্রতিবার তাঁরা ১০ থেকে ১২ লাখ টাকা চাঁদা তুলে বিভিন্ন দপ্তরে ভাগ করে দেন।
এ নিয়ে জানতে চাইলে মজিবুর চাঁদা তোলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ শিকার করছে। এখানে আমার কোনো হাত নেই।’ অন্যদিকে টুকু বলেন, ‘জেলেদের দাদন দিয়েছি। ওই হিসাবে তাদের কাছ থেকে কমিশন নিই। এর বাইরে জেলেদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩৫ জন দাদন ব্যবসায়ী রয়েছে। তারা জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়েছে।’
যোগাযোগ করা হলে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘উপজেলা মৎস্য দপ্তরের নামে চাঁদা নেওয়ার অভিযোগ সত্য নয়। অভিযান পরিচালনা করলেও (শিকার করা) মাছ পাই, কিন্তু জাল পাই না। নিষিদ্ধ জাল পেলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি।’
অভিযানের বিষয়ে নিদ্রা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, ‘জলযানের অভাবে সাগরে অভিযান পরিচালনা করতে পারছি না। আগামী সপ্তাহে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জালে মাছ শিকারকারী জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, মৎস্য বিভাগ কম্বিং অপারেশন চালাচ্ছে। তারপরও যদি নিষিদ্ধ জাল দিয়ে জেলেরা পোনা নিধন করেন, অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘীরপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।
১ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। গতকাল বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসায় গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
১ ঘণ্টা আগেপ্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ছিদ্দিক ছুটে যান খেয়াঘাটে। পদ্মার পানি, স্রোত এবং বাতাসের গতিবিধি দেখেই তিনি দিনের কাজের হিসাব কষেন। কখনো শান্ত নদী তাকে স্বস্তি দেয়, আবার কখনো উত্তাল ঢেউ নিয়ে আসে দুশ্চিন্তা। যখন পদ্মায় পানি থাকে না, তখন সংসার চালাতে তাকে দিনমজুরের কাজ করতে হয়।
২ ঘণ্টা আগে