পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগর সাগর থেকে মাছ শিকার করে ঘাটে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে নামবিহীন একটি ট্রলারে ডাকাতির হয়েছে। এ সময় ট্রলারে থাকা মাছ বিক্রির নগদ টাকা, মাছ, তেলসহ রসদ লুট করেছে ডাকাতেরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বলেশ্বর নদের রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে ফিরে আসা জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন। ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায়। ট্রলারের মালিকের নাম রবিউল ইসলাম।
ডাকাতির শিকার ট্রলারের মাঝি আমিনুল ইসলাম জানান, সাগরে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে রুহিতাসংলগ্ন বলেশ্বর নদ এলাকায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে সার্চলাইট দিয়ে সংকেত দেয়। কিছুক্ষণ পরই তিনটি ট্রলারে অন্তত ১২ জন লোক তাঁদের ট্রলারের সঙ্গে নোঙর করে। পরে দড়ি দিয়ে বেঁধে ট্রলার ও জেলেদের নিয়ে সুন্দরবনের দিকে রওনা হয়।
এ সময় জেলেদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জেলেরা মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে ১০ জন জেলেকে পিটিয়ে আহত করে। পরে ট্রলারে থাকা মাছ বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ১২০ কেজি মাছ, ৩ ব্যারেল তেল, তিনটি মোবাইল ফোনসহ রসদসামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারে থাকা জেলেদের খাবার ও জামা-কাপড় নদীতে ফেলে দিয়ে চলে যায়।
এ ঘটনায় আহতরা হলেন ট্রলারের মাঝি আমিনুল ইসলাম (৩৫), মহিদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), মুসা গাজী (৩৮), মো. বাচ্চু মিয়া (৩০), মো. তুহিন শেখ (৩০), মো. হাবিব (৪৫), মোহাম্মদ আলী (৩৮), মো. ফরহাদ (২২) ও মিজানুর রহমান (৪০)। তাঁদের মধ্যে তুহিন, ফরহাদ, হাবিব ও বাচ্চুকে দ্রুত চিকিৎসার জন্য ট্রলারসহ খুলনায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ রকমের একটি ঘটনা শুনেছি। আমার কাছে ডাকাতি হওয়া ট্রলারের জেলেরা এসেছিল, আমি আইনি সহযোগিতা করার জন্য থানায় যেতে বলেছি।’
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বলেন, ‘জেলেদের মাধ্যমে ডাকাতির খবর শুনতে পাই। আহত জেলেদের দুজনের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত মাসের ১৭ তারিখ দিবাগত রাত দেড়টার দিকে এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ৯ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এতে এখন পর্যন্ত তিন জেলের মৃত্যু হয়েছে। এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।
বঙ্গোপসাগর সাগর থেকে মাছ শিকার করে ঘাটে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে নামবিহীন একটি ট্রলারে ডাকাতির হয়েছে। এ সময় ট্রলারে থাকা মাছ বিক্রির নগদ টাকা, মাছ, তেলসহ রসদ লুট করেছে ডাকাতেরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বলেশ্বর নদের রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে ফিরে আসা জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন। ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায়। ট্রলারের মালিকের নাম রবিউল ইসলাম।
ডাকাতির শিকার ট্রলারের মাঝি আমিনুল ইসলাম জানান, সাগরে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে রুহিতাসংলগ্ন বলেশ্বর নদ এলাকায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে সার্চলাইট দিয়ে সংকেত দেয়। কিছুক্ষণ পরই তিনটি ট্রলারে অন্তত ১২ জন লোক তাঁদের ট্রলারের সঙ্গে নোঙর করে। পরে দড়ি দিয়ে বেঁধে ট্রলার ও জেলেদের নিয়ে সুন্দরবনের দিকে রওনা হয়।
এ সময় জেলেদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জেলেরা মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে ১০ জন জেলেকে পিটিয়ে আহত করে। পরে ট্রলারে থাকা মাছ বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ১২০ কেজি মাছ, ৩ ব্যারেল তেল, তিনটি মোবাইল ফোনসহ রসদসামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারে থাকা জেলেদের খাবার ও জামা-কাপড় নদীতে ফেলে দিয়ে চলে যায়।
এ ঘটনায় আহতরা হলেন ট্রলারের মাঝি আমিনুল ইসলাম (৩৫), মহিদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), মুসা গাজী (৩৮), মো. বাচ্চু মিয়া (৩০), মো. তুহিন শেখ (৩০), মো. হাবিব (৪৫), মোহাম্মদ আলী (৩৮), মো. ফরহাদ (২২) ও মিজানুর রহমান (৪০)। তাঁদের মধ্যে তুহিন, ফরহাদ, হাবিব ও বাচ্চুকে দ্রুত চিকিৎসার জন্য ট্রলারসহ খুলনায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ রকমের একটি ঘটনা শুনেছি। আমার কাছে ডাকাতি হওয়া ট্রলারের জেলেরা এসেছিল, আমি আইনি সহযোগিতা করার জন্য থানায় যেতে বলেছি।’
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বলেন, ‘জেলেদের মাধ্যমে ডাকাতির খবর শুনতে পাই। আহত জেলেদের দুজনের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত মাসের ১৭ তারিখ দিবাগত রাত দেড়টার দিকে এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ৯ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এতে এখন পর্যন্ত তিন জেলের মৃত্যু হয়েছে। এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে