Ajker Patrika

বান্দরবানে করোনা শনাক্ত কমছে

প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানে করোনা শনাক্ত কমছে

বান্দরবানে মঙ্গলবারের তুলনায় বুধবার করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত ও শনাক্তের হার কমেছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে ১০৪ জনের নমুনা করে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার সকালের প্রাপ্ত প্রতিবেদনে জেলায় করোনা শনাক্ত হয়ছিল ৩৩ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৪৮ শতাংশ। 

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, বান্দরবানে করোনা পরিস্থিতি একদিন বাড়ে তো পরের দিন কমে। কমলেই স্বস্তিতে থাকলে হবে না। মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা, বিনা প্রয়োজনে ঘরের বাইরে না হওয়া এবং নিবন্ধনের মাধ্যমে করোনা থেকে সুরক্ষার টিকা গ্রহণ করতে হবে। তাহলে করোনা থেকে নিজেদের সুরক্ষা করা সম্ভব হবে। 

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ১৯, রোয়াংছড়ি ৩, রুমা ১, আলীকদম ১ ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। তবে এ সময়ে লামা ও থানচি উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি। 

এদিকে প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে জেলায় মোট করোনা রোগী আছেন ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩২০ জন, রোয়াংছড়িতে ৩৪ জন, রুমায় ২৯ জন, লামায় ৩৫ জন, নাইক্ষ্যংছড়িতে ৫০ জন, থানচিতে ৮ জন এবং আলীকদমে ২৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

প্রাপ্ত তথ্যে দেখা যায়, করোনা শুরু থেকে বুধবার (৪ আগস্ট) পর্যন্ত জেলায় ১০ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসে ৯ হাজার ৩৫৮ জনের। এর মধ্যে শনাক্ত হয় এক হাজার ১ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪২২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৮ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত