Ajker Patrika

মিয়ানমারে সংঘাতের মধ্যে কক্সবাজার সীমান্তে বিজিবি মহাপরিচালক 

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারে সংঘাতের মধ্যে কক্সবাজার সীমান্তে বিজিবি মহাপরিচালক 

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। ইতিমধ্যে রাখাইনের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতির মধ্যে কক্সবাজার সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার ও বান্দরবানে বিজিবির সীমান্ত চৌকির প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালক আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপির সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

এর আগে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান মিয়ানমার সীমান্তের কক্সবাজারের উখিয়ার পালংখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি বিওপির প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। 

 এ সময় বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের রিজিয়ন কমান্ডার, রামুরর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত