গাইবান্ধা প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশব্যাপী কারফিউর কারণে গাইবান্ধায় শাকসবজির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। কয়েক দিন ধরে অনিয়মিত যানবাহন চলাচলে স্থানীয় হাট-বাজারে পাইকারি ক্রেতা কমেছে। এতে কৃষকেরা শাকসবজিসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছেন না। সবজি ভেদে মণপ্রতি ৫০০-৮০০ টাকা পর্যন্ত বাজারদর কমে গেছে। স্থানীয় বাজারগুলোতে সবজির দরে এমন ধস নামার পরেও ক্রেতা না পাওয়ায় চরম বিপাকে কৃষকেরা।
জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শাকসবজি উৎপন্ন হয়। এখানকার উৎপাদিত কৃষিপণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ইতিমধ্যে উত্তরাঞ্চলের মধ্যে গোবিন্দগঞ্জ তৃতীয় বৃহত্তম পটোল উৎপাদনকারী ও বাজারজাতের স্থান হিসেবে পরিচিত লাভ করেছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ (চৈত্র থেকে ভাদ্র মাস) মৌসুমে জেলায় প্রায় ৫৪ হাজার কৃষক ৪ হাজার ৫৫০ হেক্টর জমিতে পটোল, বেগুন, ঢ্যাঁড়স, কদা (ধুন্দুল), চিচিঙ্গা, বরবটি, মুখিকচু, কাঠকচু, লতিকচু, লাউ, পেঁপে, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয়েছে। আর প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৮৫০ টন সবজি উৎপাদন এবং বাজারজাত করা হয়।
জেলার বিভিন্ন স্থানীয় সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর সবজির আমদানি বা সরবরাহ থাকলেও পর্যাপ্ত পাইকারি ক্রেতা না আসায় কৃষক তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন।
গোবিন্দগঞ্জ পৌর বাজারে পটোল বিক্রি করতে আসা দরবস্ত ইউনিয়নের কৃষক সোরাফ আলী বলেন, কয়েক দিন আগেই পটোল বিক্রি করেছি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ দরে। এখন তা ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে এসেছে। ক্রেতা কম থাকায় বিক্রির জন্য বেশ সময় ধরে বসে থাকতে হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে সবজি বিক্রি করতে আসা কৃষক হুমায়ন ইসলাম বলেন, বাজারে সব সবজির দাম পড়ে গেছে। দেশের চলমান পরিস্থিতিতে পাইকারি ক্রেতা কম আসায় কৃষকেরা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন না। ঘণ্টা ব্যবধানে সব ধরনের সবজির দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমেছে। এরপরও ক্রেতা মিলছে না।
অন্যদিকে পাইকাররা বলছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ প্রায়, এর ওপর দেশজুড়ে কারফিউর কারণে কাঁচামাল কিনে অনিশ্চয়তায় আর শঙ্কায় থাকতে হয় তাঁদের। এ ছাড়া অতিরিক্ত ট্রাক ভাড়া দিয়ে মোকামে মাল নিয়ে বিক্রি করতে নানা ঝুঁকি ও ঝমেলায় পড়তে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা সবজি পরিবহনের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন বিষয়টি আমি শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে দ্রুত কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশব্যাপী কারফিউর কারণে গাইবান্ধায় শাকসবজির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। কয়েক দিন ধরে অনিয়মিত যানবাহন চলাচলে স্থানীয় হাট-বাজারে পাইকারি ক্রেতা কমেছে। এতে কৃষকেরা শাকসবজিসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছেন না। সবজি ভেদে মণপ্রতি ৫০০-৮০০ টাকা পর্যন্ত বাজারদর কমে গেছে। স্থানীয় বাজারগুলোতে সবজির দরে এমন ধস নামার পরেও ক্রেতা না পাওয়ায় চরম বিপাকে কৃষকেরা।
জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শাকসবজি উৎপন্ন হয়। এখানকার উৎপাদিত কৃষিপণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ইতিমধ্যে উত্তরাঞ্চলের মধ্যে গোবিন্দগঞ্জ তৃতীয় বৃহত্তম পটোল উৎপাদনকারী ও বাজারজাতের স্থান হিসেবে পরিচিত লাভ করেছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ (চৈত্র থেকে ভাদ্র মাস) মৌসুমে জেলায় প্রায় ৫৪ হাজার কৃষক ৪ হাজার ৫৫০ হেক্টর জমিতে পটোল, বেগুন, ঢ্যাঁড়স, কদা (ধুন্দুল), চিচিঙ্গা, বরবটি, মুখিকচু, কাঠকচু, লতিকচু, লাউ, পেঁপে, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয়েছে। আর প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৮৫০ টন সবজি উৎপাদন এবং বাজারজাত করা হয়।
জেলার বিভিন্ন স্থানীয় সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর সবজির আমদানি বা সরবরাহ থাকলেও পর্যাপ্ত পাইকারি ক্রেতা না আসায় কৃষক তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন।
গোবিন্দগঞ্জ পৌর বাজারে পটোল বিক্রি করতে আসা দরবস্ত ইউনিয়নের কৃষক সোরাফ আলী বলেন, কয়েক দিন আগেই পটোল বিক্রি করেছি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ দরে। এখন তা ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে এসেছে। ক্রেতা কম থাকায় বিক্রির জন্য বেশ সময় ধরে বসে থাকতে হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে সবজি বিক্রি করতে আসা কৃষক হুমায়ন ইসলাম বলেন, বাজারে সব সবজির দাম পড়ে গেছে। দেশের চলমান পরিস্থিতিতে পাইকারি ক্রেতা কম আসায় কৃষকেরা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন না। ঘণ্টা ব্যবধানে সব ধরনের সবজির দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমেছে। এরপরও ক্রেতা মিলছে না।
অন্যদিকে পাইকাররা বলছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ প্রায়, এর ওপর দেশজুড়ে কারফিউর কারণে কাঁচামাল কিনে অনিশ্চয়তায় আর শঙ্কায় থাকতে হয় তাঁদের। এ ছাড়া অতিরিক্ত ট্রাক ভাড়া দিয়ে মোকামে মাল নিয়ে বিক্রি করতে নানা ঝুঁকি ও ঝমেলায় পড়তে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা সবজি পরিবহনের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন বিষয়টি আমি শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে দ্রুত কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩২ মিনিট আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৩৮ মিনিট আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১ ঘণ্টা আগে