Ajker Patrika

হেফাজতের বিরুদ্ধে ভৈরবে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

প্রতিনিধি, (ভৈরব) কিশোরগঞ্জ
হেফাজতের বিরুদ্ধে ভৈরবে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

হেফাজতের সন্ত্রাস–নৈরাজ্যের বিরুদ্ধে ভৈরব উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে হেফাজত সারাদেশে সন্ত্রাস–নৈরাজ্য চালিয়ে দেশের শত শত কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। ইসলাম কখনও সন্ত্রাস–নৈরাজ্য করতে বলেনি। মূলত তারা মোদির নাম ভাঙ্গিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাস নৈরাজ্যের সৃষ্টি করলে হেফাজতকে ছাড় দেয়া হবে না বলে হুসিয়ারী দেন। আগামী শুক্রবার হেফাজত বিক্ষোভ মিছিলের নামে ভৈরবে নৈরাজ্যের সৃষ্টি করলে তাদেরকে সমীচিন জবাব দেওয়া হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, শেফাত উল্লাহ, খলিলুর রহমান, আবুল বাশার, খলিলুর রহমান লিমন, ইকবাল হোসেন, অরুন আল আজাদ, আল-আমিন সৈকত প্রমূখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত