Ajker Patrika

তারাবিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ২০ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১: ০৪
তারাবিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ২০ জন

করোনাভাইরাস মহামারীতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে মুসল্লিদের উপস্থিতির সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। মসজিদে প্রতি ওয়াক্তের নামাজেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

তবে আদেশে জুমার নামাজে কতজন মুসল্লি অংশ নিতে পারবেন তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বলা হয়েছে, জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নিতে পারবেন।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে আদেশে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত