নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ বুধবার দুপুরে লঞ্চ চলাচলের অনুমতির চেয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এর আগে নৌযান শ্রমিকরা মতিঝিলে বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, গত একমাসের লকডাউনে যাত্রীবাহী নৌযানে কর্মরত হাজার হাজার নৌ–শ্রমিক এবং নদী বন্দরগুলোর হাজার হাজার ঘাট শ্রমিকরা চরম দুরবস্থায় আছে। এসময় তাঁরা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প ভাড়ায় নৌযান চলাচলের অনুমতি দাবি করেন।
নৌ–শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকদের জন্য সরকার ও নৌযান মালিকদের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি। অনেক নৌযান মালিক মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত দেয়নি।
শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ভুঁইয়া বলেন, বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ বিধিনিষেধ নেই। সেজন্য শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগে নৌযান চালু করার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ১০ তারিখের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য নৌযান মালিকদেরও তিনি অনুরোধ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। এই নির্দেশনা অব্যাহত থাকবে ১৬ মে পর্যন্ত। তবে লকডাউনে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ বুধবার দুপুরে লঞ্চ চলাচলের অনুমতির চেয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এর আগে নৌযান শ্রমিকরা মতিঝিলে বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, গত একমাসের লকডাউনে যাত্রীবাহী নৌযানে কর্মরত হাজার হাজার নৌ–শ্রমিক এবং নদী বন্দরগুলোর হাজার হাজার ঘাট শ্রমিকরা চরম দুরবস্থায় আছে। এসময় তাঁরা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প ভাড়ায় নৌযান চলাচলের অনুমতি দাবি করেন।
নৌ–শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকদের জন্য সরকার ও নৌযান মালিকদের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি। অনেক নৌযান মালিক মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত দেয়নি।
শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ভুঁইয়া বলেন, বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ বিধিনিষেধ নেই। সেজন্য শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগে নৌযান চালু করার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ১০ তারিখের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য নৌযান মালিকদেরও তিনি অনুরোধ জানান।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। এই নির্দেশনা অব্যাহত থাকবে ১৬ মে পর্যন্ত। তবে লকডাউনে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৪ মিনিট আগেনাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
১ ঘণ্টা আগেনওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে বিবি মরিয়ম ওহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে