Ajker Patrika

প্রাকৃতিক রঙের জাদুকর রুবি গজনবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১১: ৪৫
প্রাকৃতিক রঙের জাদুকর রুবি গজনবী

না ফেরার দেশে চলে গেলেন কারুশিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুবি গজনবী। দীর্ঘ রোগভোগের পর গত শনিবার ঢাকার একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে মারা যান তিনি।

১৯৮২ সালে প্রাকৃতিক রং প্রকল্প শুরু করেছিলেন রুবি গজনবী। শুরুতে ছয়টি রং নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। পরে ধীরে ধীরে রঙের সংখ্যা বাড়াতে থাকেন তিনি। নিরবচ্ছিন্নভাবে প্রাকৃতিক রঙের কাজ করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন অরণ্য ক্র্যাফট নামে একটি প্রতিষ্ঠান।

১৯৩৫ সালের ১০ ডিসেম্বর ফরিদপুরে জন্ম হলেও বাবা এ এফ মুজিবুর রহমানের চাকরির সুবাদে কলকাতায় কেটেছে তাঁর স্কুলজীবন। লেখাপড়া করেছেন লরেটো স্কুলে। দেশভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

১৯৯০ সালে নিজের জমানো টাকা দিয়ে বনানীতে শুরু করেন প্রাকৃতিক রঙের পোশাকের শোরুম ‘অরণ্য ক্র্যাফট’। এটি দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে পোশাকে ভেজিটেবল রং ব্যবহার করা হয়।

রুবি গজনবী ছিলেন ওয়ার্ল্ড ক্র্যাফটস কাউন্সিলের সম্মানিত সদস্য এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জাতীয় রঞ্জক কর্মসূচির চেয়ারপারসন। এ ছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি ও বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য ছিলেন। তিনি ‘নকশা’ ও ‘রঙিন’ শিরোনামে দুটি বই লিখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত