মুহাম্মদ শফিকুর রহমান
সবার মতো তিনিও স্বাধীনভাবে আয়ের সুযোগের স্বপ্ন দেখতেন। সে জন্য কিছুদিন শিক্ষকতা করলেও মন বসেনি তাতে। ২০২০ সালে শুরু করেন চারাগাছের ব্যবসা। অনলাইন মাধ্যমে এই ব্যবসার কারণে তিনি বেশ পরিচিত। এখন তাঁর মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। সফল এই উদ্যোক্তার নাম সেলিনা আহমেদ। সেলিনার সংসারে আছেন স্বামী, শাশুড়ি আর কন্যাসন্তান।
সাভারের ধলপুর চৌরাস্তা হ্যাচারি মোড়ে লিজ নেওয়া ২৫ শতাংশ জমিতে গড়ে তুলেছেন নিজের নার্সারি। নাম সেলিনা’স গার্ডেন। সেখানে আছে ৫০-৬০ প্রজাতির গাছের অপূর্ব সমারোহ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পথোস, হয়া, স্নেক, ক্যাকটাস, সাকুলেন্ট, বাগানবিলাস, ক্যালাডিয়াম, ফিলোডেনড্রন, বিভিন্ন পাতাবাহার, কাঁটামুকুট, বিভিন্ন ধরনের শাকসবজি, বারোমাসি ফুল ও ফল। তাঁর নার্সারি থেকে বেশি বিক্রি হয় কাঁটামুকুট, ইনডোর প্ল্যান্ট আর বাগানবিলাস। শৌখিন বাগানপ্রেমীদের আস্থার জায়গা সেলিনার নার্সারি।
প্রজাতি অনুযায়ী এসব গাছের দাম ৫০ থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত। এক সহকারীকে সঙ্গে নিয়ে নার্সারিতে নিজেই কাজ করেন সেলিনা। চারা রোপণ থেকে শুরু করে অর্ডার নেওয়া, প্যাকিং এবং কুরিয়ার করাসহ প্রায় সব কাজ তিনি করে থাকেন। ছোটবেলা থেকেই গাছ সেলিনাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করত। নিজের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুতেই সম্পৃক্ত ছিল গাছ। সেই নেশাকে পেশায় রূপ দিয়েছেন তিনি।
সেলিনা’স গার্ডেন নামে ফেসবুক পেজে অর্ডার দিয়ে এবং সরাসরি নার্সারিতে গিয়েও গাছ কেনা যায়। কুরিয়ারে পাঠানো কোনো গাছের চারা নষ্ট হলে সেলিনা ক্রেতাদের নতুন চারা পাঠিয়ে দেন। কোনো চারা স্টকে না থাকলে টাকা ফেরত দেন। নার্সারি থেকে আয়ের টাকার কিছু অংশ ব্যবসায় বিনিয়োগ করেন। কিছু অংশ দিয়ে মেটান সংসারের প্রয়োজন।
গাছের ভালো মিডিয়া তৈরিতে কখনোই ছাড় দেন না সেলিনা। এ কারণে তাঁর নার্সারির চারাগুলো সতেজ ও স্বাস্থ্যবান। সেলিনার নার্সারি থেকে বেশি গাছ কিনলে ক্রেতাকে উপহার দেওয়া হয় একটি গাছের চারা। সেলিনা জানিয়েছেন, গাছের প্রতি ভালো লাগা আর ভালোবাসা থাকলে যেকোনো বয়সেই নার্সারি তৈরি করে এর সঙ্গে যুক্ত হওয়া যায়। যে কেউ এসব করে মানসিক শান্তির পাশাপাশি আয়ও করতে পারে।
শিক্ষকতা ছেড়ে নার্সারি ব্যবসায় যুক্ত হলেও সেলিনার শিক্ষকতা বন্ধ হয়নি। বিভিন্ন প্রজাতির গাছ ও চারার ভালো-মন্দ এবং রোগবালাই বুঝতে পারেন বলে এ বিষয়ে পরামর্শ দেন। গাছ নিয়ে তৈরি ফেসবুকের বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িত তিনি। সেখানেও এসব বিষয়ে পরামর্শ দেন।
আপাতত নিজের নার্সারি নিয়েই থাকতে চান সেলিনা আহমেদ। অন্য কিছু ভেবে সময় নষ্ট করতে চান না।
সবার মতো তিনিও স্বাধীনভাবে আয়ের সুযোগের স্বপ্ন দেখতেন। সে জন্য কিছুদিন শিক্ষকতা করলেও মন বসেনি তাতে। ২০২০ সালে শুরু করেন চারাগাছের ব্যবসা। অনলাইন মাধ্যমে এই ব্যবসার কারণে তিনি বেশ পরিচিত। এখন তাঁর মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। সফল এই উদ্যোক্তার নাম সেলিনা আহমেদ। সেলিনার সংসারে আছেন স্বামী, শাশুড়ি আর কন্যাসন্তান।
সাভারের ধলপুর চৌরাস্তা হ্যাচারি মোড়ে লিজ নেওয়া ২৫ শতাংশ জমিতে গড়ে তুলেছেন নিজের নার্সারি। নাম সেলিনা’স গার্ডেন। সেখানে আছে ৫০-৬০ প্রজাতির গাছের অপূর্ব সমারোহ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পথোস, হয়া, স্নেক, ক্যাকটাস, সাকুলেন্ট, বাগানবিলাস, ক্যালাডিয়াম, ফিলোডেনড্রন, বিভিন্ন পাতাবাহার, কাঁটামুকুট, বিভিন্ন ধরনের শাকসবজি, বারোমাসি ফুল ও ফল। তাঁর নার্সারি থেকে বেশি বিক্রি হয় কাঁটামুকুট, ইনডোর প্ল্যান্ট আর বাগানবিলাস। শৌখিন বাগানপ্রেমীদের আস্থার জায়গা সেলিনার নার্সারি।
প্রজাতি অনুযায়ী এসব গাছের দাম ৫০ থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত। এক সহকারীকে সঙ্গে নিয়ে নার্সারিতে নিজেই কাজ করেন সেলিনা। চারা রোপণ থেকে শুরু করে অর্ডার নেওয়া, প্যাকিং এবং কুরিয়ার করাসহ প্রায় সব কাজ তিনি করে থাকেন। ছোটবেলা থেকেই গাছ সেলিনাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করত। নিজের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুতেই সম্পৃক্ত ছিল গাছ। সেই নেশাকে পেশায় রূপ দিয়েছেন তিনি।
সেলিনা’স গার্ডেন নামে ফেসবুক পেজে অর্ডার দিয়ে এবং সরাসরি নার্সারিতে গিয়েও গাছ কেনা যায়। কুরিয়ারে পাঠানো কোনো গাছের চারা নষ্ট হলে সেলিনা ক্রেতাদের নতুন চারা পাঠিয়ে দেন। কোনো চারা স্টকে না থাকলে টাকা ফেরত দেন। নার্সারি থেকে আয়ের টাকার কিছু অংশ ব্যবসায় বিনিয়োগ করেন। কিছু অংশ দিয়ে মেটান সংসারের প্রয়োজন।
গাছের ভালো মিডিয়া তৈরিতে কখনোই ছাড় দেন না সেলিনা। এ কারণে তাঁর নার্সারির চারাগুলো সতেজ ও স্বাস্থ্যবান। সেলিনার নার্সারি থেকে বেশি গাছ কিনলে ক্রেতাকে উপহার দেওয়া হয় একটি গাছের চারা। সেলিনা জানিয়েছেন, গাছের প্রতি ভালো লাগা আর ভালোবাসা থাকলে যেকোনো বয়সেই নার্সারি তৈরি করে এর সঙ্গে যুক্ত হওয়া যায়। যে কেউ এসব করে মানসিক শান্তির পাশাপাশি আয়ও করতে পারে।
শিক্ষকতা ছেড়ে নার্সারি ব্যবসায় যুক্ত হলেও সেলিনার শিক্ষকতা বন্ধ হয়নি। বিভিন্ন প্রজাতির গাছ ও চারার ভালো-মন্দ এবং রোগবালাই বুঝতে পারেন বলে এ বিষয়ে পরামর্শ দেন। গাছ নিয়ে তৈরি ফেসবুকের বিভিন্ন গ্রুপের সঙ্গে জড়িত তিনি। সেখানেও এসব বিষয়ে পরামর্শ দেন।
আপাতত নিজের নার্সারি নিয়েই থাকতে চান সেলিনা আহমেদ। অন্য কিছু ভেবে সময় নষ্ট করতে চান না।
টিকটকে নিজের একা থাকার সিদ্ধান্ত শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী প্যাট এম। অনলাইনে প্রায় সময় ত্রিশের মধ্যে সম্পর্ক গড়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে দেখানো হয়। কিন্তু এই বয়সে এসে করপোরেট চাকরিজীবী প্যাটের মনে হয়েছে, আপাতত তাঁর নিজের ওপর মনোযোগ...
১ দিন আগেবাংলাদেশে গণপরিবহনে যাতায়াতকালে ৮৭ ভাগ নারী বিভিন্নভাবে মৌখিক শারীরিক ও অন্যান্যভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। আর ৩৬ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। আজ বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কার্যালয়ে (ডিটিসিএ) আয়োজিত ‘গণপরিবহনে নারীর সম্মান রাখুন’ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের বাসে চলাচলের
৫ দিন আগে২৪ এপ্রিল ২০১৩ সাল। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। পৃথিবীর কারখানা দুর্ঘটনার ইতিহাসে লেখা হয় এক মর্মান্তিক অধ্যায়। এক যুগ পরেও সেই স্মৃতি শুধু আমাদের নয়, তাড়া করে ফেরে পুরো বিশ্বকে।
৭ দিন আগেবাবা-মা দুজনেই প্রচুর বই পড়তেন। বাড়িতে ছিল প্রায় পাঁচ হাজার বইয়ের এক বিশাল সংগ্রহশালা। তাই ছেলেবেলা থেকে বাড়িতে বই দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন জান্নাতুল। স্কুলজীবনে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও ভ্রাম্যমাণ লাইব্রেরির একজন নিয়মিত সদস্য। জান্নাতুলের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এভাবেই জড়িয়ে গেছে বই।
৭ দিন আগে