Ajker Patrika

সুফিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫: ০০
সুফিয়া খাতুন

লেখক, শিক্ষক ও সমাজসেবক সুফিয়া খাতুন গত শনিবার (৭ জানুয়ারি) মারা যান। তাঁর বয়স ১০০ পেরিয়েছিল। ২০০৫ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক বই ‘জীবন নদীর বাঁকে বাঁকে’র জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৫০ সাল থেকে শুরু করে পরের ২৩ বছর তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও তৎকালীন ক্যান্টনমেন্ট মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন। দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গায় কেটেছে তাঁর জীবনের অনেক সময়।

শিক্ষকতা ও লেখালেখি ছাড়াও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন সুফিয়া খাতুন। নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন প্রাতর্ভ্রমণকারী সঙ্গিনীদের নিয়ে ‘ঊষা মৈত্রী’ সংগঠন। যুক্ত ছিলেন ‘হেমন্তিকা’ নামের সংগঠনের সঙ্গে।

সুফিয়া খাতুন ১৯২২ সালের মে মাসে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছিলেন ‘সোনা ঝরা দিন’ নামে একটি বই। এ ছাড়া ‘আপনভূবন’ নামে তাঁর একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। তাঁর দীর্ঘ প্রবাসজীবন নিয়ে লেখা বইয়ের নাম ‘প্রবাসের প্রাপ্তি’, এটি ২০১৪ সালে প্রকাশিত হয়। ‘নারীর চোখে জল’ শিরোনামে ২০১৮ সালে তাঁর একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত