রজত কান্তি রায়, ঢাকা
রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের উল্টো দিকে তাজমহল রোডের সি ব্লক। এই ব্লকের ২৩/১৬ নম্বর বাড়িটিতে একটি রেস্টুরেন্ট আছে, নাম ‘মজা’। ইংরেজি বানানে অনেকেই একে ‘মাজা’ বলে ভুল করলেও খাবারের স্বাদ আর আতিথেয়তায় কোনো কমতি নেই রেস্তোরাঁটিতে।
এখানে হঠাৎ করে পেয়ে যেতে পারেন ইলিশ মাছের কাচ্চি কিংবা দারুণ স্বাদের খিচুড়ি। আর নিয়মিত পাবেন সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, তন্দুরি পরোটা, নানান পদের ভর্তা, চাপ কিংবা কাবাব। ‘ওপেন কিচেন’ ধারণায় এখানে রান্নাঘরটি একেবারে রেস্তোরাঁর প্রবেশমুখে। তাই দেখা যায় কোন পরিবেশে খাবার রান্না হচ্ছে। তাজা মসলা আর তাজা উপকরণের কারণে এখানকার খাবার বেশ সুস্বাদু। ‘মজার খাবার মজাদার’—এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে মোহাম্মদপুরে। প্রায় দেড় দশক ধরে চলছে রেস্তোরাঁটি। এর মালিকের নাম সাদাফ হাসনাইন মানজুর। কিন্তু তাঁর অবর্তমানে এই রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর বড় মেয়ে জেরিয়া হাসনাইন ইরমা।
এই জ্যৈষ্ঠ শেষের এক মেঘ মেঘ সকালে ইরমার সঙ্গে কথা হয় তাঁর রেস্তোরাঁয় বসে। এলাচি সুবাসিত দুধ চা পান করতে করতে ইরমার মুখোমুখি বসি। জানতে চাই, ব্যাংকের নিশ্চিত চাকরি ছেড়ে ‘প্রায় অনিশ্চিত’ ব্যবসার পথে পা বাড়ালেন কেন? ইরমা একটু হাসলেন। তারপর জানালেন দুই-তিন মাসের চাকরির অভিজ্ঞতা। ট্রেনিং শেষে তাঁর ‘বস’ যেদিন তাঁকে জানালেন, ব্যবসা আনতে হবে, সেদিনই তিনি চাকরি ছাড়ার কথা ভাবেন। ইরমা জানান, ব্যবসাই যদি আনতে হয়, তাহলে নিজের ব্যবসায় সময় দেওয়াটা কেন নয়? তিনি নিজের ইচ্ছার কথা জানান বাবাকে। বাবা কি রাজি হয়েছিলেন এক কথায়? সে রকম কোনো নজির আমাদের সমাজে নেই বলে জানান ইরমা। তারপর একগাল হেসে বললেন, প্রথমে বাবা তাঁকে বোঝাতে শুরু করেন ব্যবসাটা কীভাবে চলে, এর ঝুঁকি কোথায়। সবকিছুই স্বীকার করে নেন ইরমা। কিন্তু ব্যবসাটাই তিনি করবেন বলে মনস্থির করেন এবং ইন্টার্নের পর চাকরি ছেড়ে দেন।
প্রথম এক মাস তিনি বেশ কষ্ট করেছেন। এর মধ্যে বাবা চলে গেছেন দুবাই, নতুন ব্যবসার কাজে। মাথার ওপর ম্যানেজার। ইরমা ধীরে ধীরে বুঝে নিতে শুরু করেন তাঁর দায়িত্ব। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিতে থাকেন রেস্তোরাঁয়। এ সময় একটা দারুণ অভিজ্ঞতা হয় তাঁর। সপ্তাহের তিন দিন খুব ভালো বেচাবিক্রি হলেও চার দিন সেটা হয় বেশ কম। টাকা-পয়সার দিক দিয়ে সেই তিন দিন আর বাকি চার দিনের পার্থক্য বিশাল। প্রথম প্রথম বেশ হতাশ হয়ে যান ইরমা। অল্প দিনেই বুঝে নেন, রেস্তোরাঁ ব্যবসার ধরন এমনই। তারপর নিজের পরিকল্পনামতো এগোতে থাকেন।
চ্যালেঞ্জটা নিজের সঙ্গে, ইরমা চোয়াল শক্ত করে কথাটা বলেন। চাকরি করতে গিয়ে নিজের বেতন হলেই তিনি খুশি থাকতেন। সে বেতনও আবার মাসের ২৫ তারিখ অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু এখন বিষয়টি উল্টো। আগে চিন্তা করতে হয় তাঁর ৩২ জন স্টাফের বেতনের কথা। এরপর বাজার ও দোকানদারদের বিলের কথা। তারপর লাভ করার কথা। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে মোকাবিলা করে এগোচ্ছেন বলে জানালেন। জানালেন, রেস্তোরাঁর স্টাফ আর ম্যানেজার তাঁকে বেশ সহযোগিতা করছেন এ কাজে।
ইরমা জানেন, সবার ‘টেস্ট বাড’ এক নয়। তিনি এটাও জানেন, সবার টেস্ট বাড অনুসারে খাবার বানাতেও তিনি পারবেন না। কিন্তু ‘মজা’ নামের এ রেস্তোরাঁটির খ্যাতি আবার তার সুস্বাদু খাবারের জন্যই। জিজ্ঞেস করলাম, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব? ইরমা তাকিয়ে থাকলেন আমার চোখের দিকে। তারপর বললেন, সম্ভব।
বেরিয়ে আসি রেস্তোরাঁ থেকে। দুপুরের খাবারের রান্না চলছে। তার সুবাস ছড়িয়ে পড়েছে তাজমহল রোডের সি ব্লকের বেশ অনেকটা জায়গাজুড়ে। আকাশে মেঘ। জানি, একটু পর সেই মেঘ সরে যাবে।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের উল্টো দিকে তাজমহল রোডের সি ব্লক। এই ব্লকের ২৩/১৬ নম্বর বাড়িটিতে একটি রেস্টুরেন্ট আছে, নাম ‘মজা’। ইংরেজি বানানে অনেকেই একে ‘মাজা’ বলে ভুল করলেও খাবারের স্বাদ আর আতিথেয়তায় কোনো কমতি নেই রেস্তোরাঁটিতে।
এখানে হঠাৎ করে পেয়ে যেতে পারেন ইলিশ মাছের কাচ্চি কিংবা দারুণ স্বাদের খিচুড়ি। আর নিয়মিত পাবেন সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, তন্দুরি পরোটা, নানান পদের ভর্তা, চাপ কিংবা কাবাব। ‘ওপেন কিচেন’ ধারণায় এখানে রান্নাঘরটি একেবারে রেস্তোরাঁর প্রবেশমুখে। তাই দেখা যায় কোন পরিবেশে খাবার রান্না হচ্ছে। তাজা মসলা আর তাজা উপকরণের কারণে এখানকার খাবার বেশ সুস্বাদু। ‘মজার খাবার মজাদার’—এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে মোহাম্মদপুরে। প্রায় দেড় দশক ধরে চলছে রেস্তোরাঁটি। এর মালিকের নাম সাদাফ হাসনাইন মানজুর। কিন্তু তাঁর অবর্তমানে এই রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর বড় মেয়ে জেরিয়া হাসনাইন ইরমা।
এই জ্যৈষ্ঠ শেষের এক মেঘ মেঘ সকালে ইরমার সঙ্গে কথা হয় তাঁর রেস্তোরাঁয় বসে। এলাচি সুবাসিত দুধ চা পান করতে করতে ইরমার মুখোমুখি বসি। জানতে চাই, ব্যাংকের নিশ্চিত চাকরি ছেড়ে ‘প্রায় অনিশ্চিত’ ব্যবসার পথে পা বাড়ালেন কেন? ইরমা একটু হাসলেন। তারপর জানালেন দুই-তিন মাসের চাকরির অভিজ্ঞতা। ট্রেনিং শেষে তাঁর ‘বস’ যেদিন তাঁকে জানালেন, ব্যবসা আনতে হবে, সেদিনই তিনি চাকরি ছাড়ার কথা ভাবেন। ইরমা জানান, ব্যবসাই যদি আনতে হয়, তাহলে নিজের ব্যবসায় সময় দেওয়াটা কেন নয়? তিনি নিজের ইচ্ছার কথা জানান বাবাকে। বাবা কি রাজি হয়েছিলেন এক কথায়? সে রকম কোনো নজির আমাদের সমাজে নেই বলে জানান ইরমা। তারপর একগাল হেসে বললেন, প্রথমে বাবা তাঁকে বোঝাতে শুরু করেন ব্যবসাটা কীভাবে চলে, এর ঝুঁকি কোথায়। সবকিছুই স্বীকার করে নেন ইরমা। কিন্তু ব্যবসাটাই তিনি করবেন বলে মনস্থির করেন এবং ইন্টার্নের পর চাকরি ছেড়ে দেন।
প্রথম এক মাস তিনি বেশ কষ্ট করেছেন। এর মধ্যে বাবা চলে গেছেন দুবাই, নতুন ব্যবসার কাজে। মাথার ওপর ম্যানেজার। ইরমা ধীরে ধীরে বুঝে নিতে শুরু করেন তাঁর দায়িত্ব। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিতে থাকেন রেস্তোরাঁয়। এ সময় একটা দারুণ অভিজ্ঞতা হয় তাঁর। সপ্তাহের তিন দিন খুব ভালো বেচাবিক্রি হলেও চার দিন সেটা হয় বেশ কম। টাকা-পয়সার দিক দিয়ে সেই তিন দিন আর বাকি চার দিনের পার্থক্য বিশাল। প্রথম প্রথম বেশ হতাশ হয়ে যান ইরমা। অল্প দিনেই বুঝে নেন, রেস্তোরাঁ ব্যবসার ধরন এমনই। তারপর নিজের পরিকল্পনামতো এগোতে থাকেন।
চ্যালেঞ্জটা নিজের সঙ্গে, ইরমা চোয়াল শক্ত করে কথাটা বলেন। চাকরি করতে গিয়ে নিজের বেতন হলেই তিনি খুশি থাকতেন। সে বেতনও আবার মাসের ২৫ তারিখ অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু এখন বিষয়টি উল্টো। আগে চিন্তা করতে হয় তাঁর ৩২ জন স্টাফের বেতনের কথা। এরপর বাজার ও দোকানদারদের বিলের কথা। তারপর লাভ করার কথা। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে মোকাবিলা করে এগোচ্ছেন বলে জানালেন। জানালেন, রেস্তোরাঁর স্টাফ আর ম্যানেজার তাঁকে বেশ সহযোগিতা করছেন এ কাজে।
ইরমা জানেন, সবার ‘টেস্ট বাড’ এক নয়। তিনি এটাও জানেন, সবার টেস্ট বাড অনুসারে খাবার বানাতেও তিনি পারবেন না। কিন্তু ‘মজা’ নামের এ রেস্তোরাঁটির খ্যাতি আবার তার সুস্বাদু খাবারের জন্যই। জিজ্ঞেস করলাম, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব? ইরমা তাকিয়ে থাকলেন আমার চোখের দিকে। তারপর বললেন, সম্ভব।
বেরিয়ে আসি রেস্তোরাঁ থেকে। দুপুরের খাবারের রান্না চলছে। তার সুবাস ছড়িয়ে পড়েছে তাজমহল রোডের সি ব্লকের বেশ অনেকটা জায়গাজুড়ে। আকাশে মেঘ। জানি, একটু পর সেই মেঘ সরে যাবে।
দেশে সবকিছু নিয়ে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু নারীদের নিরাপত্তা, তাঁদের অধিকার, তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে কতটুকু কথা হচ্ছে? নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে নারীদের অংশগ্রহণের বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বের...
৩ দিন আগে১২ আগস্ট মঙ্গলবার, সকালেই এক গভীর শূন্যতা নেমে এল চারপাশে। অধ্যাপক মাহফুজা খানম আর নেই! বুকের ভেতর যেন এক অপার শূন্যতার ঢেউ আছড়ে পড়ল। মানুষ চলে গেলে পৃথিবী তো থেমে যায় না, আকাশের রংও বদলায় না, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের ভেতরের পৃথিবী থেমে যায়। আমার কাছে তিনি শুধু একজন খ্যাতিমান..
৩ দিন আগেযুদ্ধের উত্তাপে জর্জরিত গাজায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর ছায়া ঘোরে। তবু সেখানে নতুন প্রাণের আশা যেন এক অনন্য বিজয়। গাজার আসসাহাবা মেডিকেল কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসক, নার্স আর ইন্টার্নরা এই জীবন ও মৃত্যুর এক অপরিহার্য সম্পর্কের সাক্ষী হয়ে ওঠেন প্রতিনিয়ত। সেখানে অনিশ্চিত নিকষ কালো..
৩ দিন আগেআমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি। একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল কলেজজীবন থেকে। সে এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের কথা বন্ধ হয়ে যায় এক বছর আগে তার ইচ্ছাতেই। এ ঘটনায় আমি খুবই বিষণ্ন হয়ে যাই। পরে তা কাটিয়ে উঠি। কিছুদিন আগে সে আমাকে হোয়াটসঅ্যাপে আনব্লক করে, স্টোরি দেখে...
৩ দিন আগে