সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে