আজকের পত্রিকা ডেস্ক
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে