পৃথিবীর দীর্ঘতম কুকুর জিউস মারা গেছে। বোন ক্যানসারে মৃত্যু হয় তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জিউসের উচ্চতা ছিল ১.০৪৬ মিটার (৩ ফুট ৫.১৮ ইঞ্চি)। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করত সে। গ্রেট ডেন জাতের কুকুরটি ২০২২ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ক্যানসার ধরা পড়ার পর প্রাণীটির সামনের ডান পা কেটে ফেলতে হয়। তবে অপারেশনের পর জিউসের নিউমোনিয়া ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৩ বছর ১০ মাস।
‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দীর্ঘতম জীবিত কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া আমাদের প্রিয় কুকুর জিউসের মৃত্যুর খবর জানাচ্ছি। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার-পরবর্তী নিউমোনিয়ায় সে মারা যায়।’ কুকুরটির মালিক ব্রিটানি ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন। তিনি এটাও জানান, জিউস তাঁর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘জিউসের সঙ্গে কাটানো সময়টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের পুরো পরিবার তার বিদায় গভীরভাবে অনুভব করব। আমরা এই সময়টায় আমাদের পাশে থাকা চমৎকার মানুষদের কাছে অনেক কৃতজ্ঞ। সেরা চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ মুহূর্তে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।’ বিবৃতিতে বলেন ডেভিস।
এই নারী আগের এক সাক্ষাৎকারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেছিলেন, তাঁর সব সময়ই গ্রেট ডেন কুকুরের শখ ছিল। সৌভাগ্যক্রমে তাঁর ভাইয়ের এক সহকর্মী আট সপ্তাহের কুকুরের ছানাটিকে দেন তাঁদের। শুরুর দিকে এত বিশাল একটি কুকুরকে ঘরময় ঘুরে বেড়ানোর কথা ভেবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে বলা চলে, প্রথম দর্শনেই একে ভালো লেগে যায় তাঁদের।
জিউস একটি স্বাচ্ছন্দ্যের জীবনই পছন্দ করত। খুব শান্ত স্বভাবের হলেও মানসিকভাবে খুব শক্ত ছিল সে। ডেভিস জানান, কুকুরটির ইচ্ছা নয় এমন কিছু তাকে দিয়ে করানো যায়নি। নভেম্বরে জিউসের বয়স চার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে পৃথিবী থেকে চিরতরে চলে গেল।
পৃথিবীর দীর্ঘতম কুকুর জিউস মারা গেছে। বোন ক্যানসারে মৃত্যু হয় তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জিউসের উচ্চতা ছিল ১.০৪৬ মিটার (৩ ফুট ৫.১৮ ইঞ্চি)। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করত সে। গ্রেট ডেন জাতের কুকুরটি ২০২২ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ক্যানসার ধরা পড়ার পর প্রাণীটির সামনের ডান পা কেটে ফেলতে হয়। তবে অপারেশনের পর জিউসের নিউমোনিয়া ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৩ বছর ১০ মাস।
‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দীর্ঘতম জীবিত কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া আমাদের প্রিয় কুকুর জিউসের মৃত্যুর খবর জানাচ্ছি। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার-পরবর্তী নিউমোনিয়ায় সে মারা যায়।’ কুকুরটির মালিক ব্রিটানি ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন। তিনি এটাও জানান, জিউস তাঁর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘জিউসের সঙ্গে কাটানো সময়টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের পুরো পরিবার তার বিদায় গভীরভাবে অনুভব করব। আমরা এই সময়টায় আমাদের পাশে থাকা চমৎকার মানুষদের কাছে অনেক কৃতজ্ঞ। সেরা চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ মুহূর্তে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।’ বিবৃতিতে বলেন ডেভিস।
এই নারী আগের এক সাক্ষাৎকারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেছিলেন, তাঁর সব সময়ই গ্রেট ডেন কুকুরের শখ ছিল। সৌভাগ্যক্রমে তাঁর ভাইয়ের এক সহকর্মী আট সপ্তাহের কুকুরের ছানাটিকে দেন তাঁদের। শুরুর দিকে এত বিশাল একটি কুকুরকে ঘরময় ঘুরে বেড়ানোর কথা ভেবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে বলা চলে, প্রথম দর্শনেই একে ভালো লেগে যায় তাঁদের।
জিউস একটি স্বাচ্ছন্দ্যের জীবনই পছন্দ করত। খুব শান্ত স্বভাবের হলেও মানসিকভাবে খুব শক্ত ছিল সে। ডেভিস জানান, কুকুরটির ইচ্ছা নয় এমন কিছু তাকে দিয়ে করানো যায়নি। নভেম্বরে জিউসের বয়স চার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে পৃথিবী থেকে চিরতরে চলে গেল।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৮ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে