আজকের পত্রিকা ডেস্ক
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
বিশ্বের কিছু দেশে গাঁজা উৎপাদন, সেবন বৈধ হলেও বেশির ভাগ দেশেই এখনো এটি নিষিদ্ধ। তবে, প্রতিবছর আজকের এই দিনে (২০ এপ্রিল) রীতিমতো উৎসব করে গাঁজা সেবন করেন পশ্চিমের অনেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এদিন আয়োজন করে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়। সঙ্গে থাকে সংগীতসহ নানা আয়োজন। দিনব্যাপী গাঁজা সেবন চলে বলে দিনটিকে ইংরেজিতে অনেকে ‘উইড ডে’ বলে।
কিন্তু এই আয়োজন কিংবা গাঁজার সঙ্গে ৪২০–এর সম্পর্ক কী? কেনই বা একে ৪২০ বলা হয়? এর উৎপত্তি বা গাঁজার সঙ্গে এর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই রয়েছে ধোঁয়াশা। এ নিয়ে নানা ধরনের গল্প শোনা যায়। সবচেয়ে বিশ্বাসযোগ্য গল্পটি হাইস্কুল পড়ুয়া একদল বন্ধুর।
১৯৭০–এর দশকে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টির সান রাফায়েল হাই স্কুলে পড়ুয়া একদল ছাত্র নিজেদের ডাকতেন ‘দ্য ওয়ালডোস’ (ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন) নামে। শোনা যায় ১৯৭১ সালে তাঁরা প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে ক্যাম্পাসে স্থাপিত অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুর–এর ভাস্কর্যের সামনে জড়ো হয়ে গাঁজা সেবন করতেন। গাঁজা নিষিদ্ধ হওয়ায় তাঁরা সবার সামনে এ নিয়ে কথা বলতে পারতেন না। তাই শুধু ‘৪: ২০ লুই’ বললেই ওয়ালডো গ্যাংয়ের সদস্যরা বুঝে যেতেন। পরবর্তীতে ওই ‘৪: ২০ লুই’ কোড থেকে ‘লুই’–টুকু বাদ দিয়ে কোড দাঁড়ায় ৪: ২০।
ওয়ালডো গ্যাংয়ের এক সদস্যের ভাই ছিলেন তৎকালীন জনপ্রিয় ব্যান্ড গ্রেটফুল ডেড–এর বেস গিটারিস্ট ফিল লেশ–এর ঘনিষ্ঠ বন্ধু। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল লেশ নিজেই এই গল্পটা বলেছিলেন। মূলত গ্রেটফুল ডেড ব্যান্ডের মাধ্যমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই কোড।
হাই টাইমস ম্যাগাজিনের সাংবাদিক স্টিভেন হ্যাগার ওয়ালডোসদের গল্পটিকে জনপ্রিয় করেন। ৪: ২০–সময়ে ধূমপান এবং ৪ / ২০ হলিডের বিষয়টি প্রথম উল্লেখ করে হাই টাইমস। ১৯৯১ সালে মে মাসের সংখ্যায় গল্পটি প্রকাশিত হয়। তবে ভুলভাবে শব্দটির উৎসের সঙ্গে পুলিশের একটি কোডের যোগ আছে বলে দাবি করা হয়।
বলতে গেলে, এরপরই ৪২০–এর উৎপত্তি নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে। ওয়ালডোসদের সঙ্গে এটির সংযোগের গল্প ছড়ায় ১৯৯৮ সালের ডিসেম্বরে। সাংবাদিক হ্যাগার শব্দটির প্রাথমিক বিস্তারের জন্য গ্রেটফুল ডেড অনুসারীদের কৃতিত্ব দেন।
সান রাফায়েলের একাধিক গ্রুপ দাবি করে, ওয়ালডোসদের আগেই তারা এই শব্দ উদ্ভাবন করেছে।
ওয়ালডোদের একজন স্টিভ ক্যাপার। তাঁর বয়স এখন ৬৯ বছর। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘কীভাবে আমাদের একটা কোড এত বড় আকার পেল তা একটি বিস্ময় বৈকি! কত ট্রেন্ডই তো শুরু হয়, আবার হারিয়েও যায়। কিন্তু ৪২০ এখনো টিকে আছে।’
৪২০ কোডটির উদ্ভাবক কারা সে ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গেলেও ৪২০–কে এমন উৎসবে কে পরিণত করেছে তা আজও অজানা। চলতি বছর এই গাঁজা সেবনের উৎসবের দিনটি খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে এবং ইহুদিদের পাসওভারের মধ্যে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যেই গাঁজা এখন বৈধ। ২৪টি অঙ্গরাজ্যে মানুষ বিনোদনের জন্য গাঁজা সেবন করতে পারে এবং ১৪টি অঙ্গরাজ্যে শুধু চিকিৎসকের পরামর্শে গাঁজা গ্রহণ করা বৈধ।
তবে, জো বাইডেনের প্রশাসন গাঁজাকে ‘কম বিপজ্জনক’ তকমা দিতে চেয়েছিল। ট্রাম্প প্রশাসনও এ ইস্যুতে আগের প্রশাসনের সঙ্গে অনেকটাই একমত। তবে, সব মার্কিন গাঁজার বৈধতা চায় না। গত বছর ফ্লোরিডা, নর্থ ডাকোটা আর সাউথ ডাকোটার ভোটাররা গাঁজা বৈধ করার প্রস্তাব নাকচ করে দেয়।
এদিকে, হেম্প (গাঁজার এক প্রকার গাছ যেটি তুলনামূলকভাবে কম নেশাজাতীয়) থেকে বানানো কিছু পণ্য ছিল, যেগুলো আইনের ফাঁকফোকর দিয়ে এমন অঙ্গরাজ্যেও বিক্রি হচ্ছে যেখানে গাঁজা নিষিদ্ধ। এখন অনেক অঙ্গরাজ্য এসব পণ্যের ওপরও কড়াকড়ি আরোপ করছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে গাঁজা এখনো অবৈধ। সম্প্রতি এ ইস্যুতে মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপন করেছেন দ্বিদলীয় (বাইপার্টিসান) কিছু সিনেটর। বিলে বলা হয়েছে, গাঁজা নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে প্রতিটি অঙ্গরাজ্য। এর আওতায় ব্যবসায়িক কর ছাড় সংক্রান্ত কিছু বাধাও আর থাকবে না—যেমন মারিজুয়ানা ব্যবসায়ীরা তাদের কর বাবদ ব্যয় কমানোর অনুমতি পাবেন।
আইনি সহায়তা সংস্থা ভিসেন্তে এলএলপির গাঁজা বিষয়ক আইনজীবী চার্লস অ্যালোভিসেটি বলেন, তিনি আশা করেন, ফেডারেল সরকার গাঁজা চাষ, বিপণন ও ব্যবহার সংক্রান্ত আইন সংস্কারে এগিয়ে আসবে, কারণ এই সংস্কার গাঁজা সংক্রান্ত অপরাধ ও চোরাকারবার কমাতে সাহায্য করবে।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
বিশ্বের কিছু দেশে গাঁজা উৎপাদন, সেবন বৈধ হলেও বেশির ভাগ দেশেই এখনো এটি নিষিদ্ধ। তবে, প্রতিবছর আজকের এই দিনে (২০ এপ্রিল) রীতিমতো উৎসব করে গাঁজা সেবন করেন পশ্চিমের অনেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এদিন আয়োজন করে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়। সঙ্গে থাকে সংগীতসহ নানা আয়োজন। দিনব্যাপী গাঁজা সেবন চলে বলে দিনটিকে ইংরেজিতে অনেকে ‘উইড ডে’ বলে।
কিন্তু এই আয়োজন কিংবা গাঁজার সঙ্গে ৪২০–এর সম্পর্ক কী? কেনই বা একে ৪২০ বলা হয়? এর উৎপত্তি বা গাঁজার সঙ্গে এর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই রয়েছে ধোঁয়াশা। এ নিয়ে নানা ধরনের গল্প শোনা যায়। সবচেয়ে বিশ্বাসযোগ্য গল্পটি হাইস্কুল পড়ুয়া একদল বন্ধুর।
১৯৭০–এর দশকে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টির সান রাফায়েল হাই স্কুলে পড়ুয়া একদল ছাত্র নিজেদের ডাকতেন ‘দ্য ওয়ালডোস’ (ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন) নামে। শোনা যায় ১৯৭১ সালে তাঁরা প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে ক্যাম্পাসে স্থাপিত অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুর–এর ভাস্কর্যের সামনে জড়ো হয়ে গাঁজা সেবন করতেন। গাঁজা নিষিদ্ধ হওয়ায় তাঁরা সবার সামনে এ নিয়ে কথা বলতে পারতেন না। তাই শুধু ‘৪: ২০ লুই’ বললেই ওয়ালডো গ্যাংয়ের সদস্যরা বুঝে যেতেন। পরবর্তীতে ওই ‘৪: ২০ লুই’ কোড থেকে ‘লুই’–টুকু বাদ দিয়ে কোড দাঁড়ায় ৪: ২০।
ওয়ালডো গ্যাংয়ের এক সদস্যের ভাই ছিলেন তৎকালীন জনপ্রিয় ব্যান্ড গ্রেটফুল ডেড–এর বেস গিটারিস্ট ফিল লেশ–এর ঘনিষ্ঠ বন্ধু। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল লেশ নিজেই এই গল্পটা বলেছিলেন। মূলত গ্রেটফুল ডেড ব্যান্ডের মাধ্যমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই কোড।
হাই টাইমস ম্যাগাজিনের সাংবাদিক স্টিভেন হ্যাগার ওয়ালডোসদের গল্পটিকে জনপ্রিয় করেন। ৪: ২০–সময়ে ধূমপান এবং ৪ / ২০ হলিডের বিষয়টি প্রথম উল্লেখ করে হাই টাইমস। ১৯৯১ সালে মে মাসের সংখ্যায় গল্পটি প্রকাশিত হয়। তবে ভুলভাবে শব্দটির উৎসের সঙ্গে পুলিশের একটি কোডের যোগ আছে বলে দাবি করা হয়।
বলতে গেলে, এরপরই ৪২০–এর উৎপত্তি নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে। ওয়ালডোসদের সঙ্গে এটির সংযোগের গল্প ছড়ায় ১৯৯৮ সালের ডিসেম্বরে। সাংবাদিক হ্যাগার শব্দটির প্রাথমিক বিস্তারের জন্য গ্রেটফুল ডেড অনুসারীদের কৃতিত্ব দেন।
সান রাফায়েলের একাধিক গ্রুপ দাবি করে, ওয়ালডোসদের আগেই তারা এই শব্দ উদ্ভাবন করেছে।
ওয়ালডোদের একজন স্টিভ ক্যাপার। তাঁর বয়স এখন ৬৯ বছর। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘কীভাবে আমাদের একটা কোড এত বড় আকার পেল তা একটি বিস্ময় বৈকি! কত ট্রেন্ডই তো শুরু হয়, আবার হারিয়েও যায়। কিন্তু ৪২০ এখনো টিকে আছে।’
৪২০ কোডটির উদ্ভাবক কারা সে ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গেলেও ৪২০–কে এমন উৎসবে কে পরিণত করেছে তা আজও অজানা। চলতি বছর এই গাঁজা সেবনের উৎসবের দিনটি খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে এবং ইহুদিদের পাসওভারের মধ্যে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যেই গাঁজা এখন বৈধ। ২৪টি অঙ্গরাজ্যে মানুষ বিনোদনের জন্য গাঁজা সেবন করতে পারে এবং ১৪টি অঙ্গরাজ্যে শুধু চিকিৎসকের পরামর্শে গাঁজা গ্রহণ করা বৈধ।
তবে, জো বাইডেনের প্রশাসন গাঁজাকে ‘কম বিপজ্জনক’ তকমা দিতে চেয়েছিল। ট্রাম্প প্রশাসনও এ ইস্যুতে আগের প্রশাসনের সঙ্গে অনেকটাই একমত। তবে, সব মার্কিন গাঁজার বৈধতা চায় না। গত বছর ফ্লোরিডা, নর্থ ডাকোটা আর সাউথ ডাকোটার ভোটাররা গাঁজা বৈধ করার প্রস্তাব নাকচ করে দেয়।
এদিকে, হেম্প (গাঁজার এক প্রকার গাছ যেটি তুলনামূলকভাবে কম নেশাজাতীয়) থেকে বানানো কিছু পণ্য ছিল, যেগুলো আইনের ফাঁকফোকর দিয়ে এমন অঙ্গরাজ্যেও বিক্রি হচ্ছে যেখানে গাঁজা নিষিদ্ধ। এখন অনেক অঙ্গরাজ্য এসব পণ্যের ওপরও কড়াকড়ি আরোপ করছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে গাঁজা এখনো অবৈধ। সম্প্রতি এ ইস্যুতে মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপন করেছেন দ্বিদলীয় (বাইপার্টিসান) কিছু সিনেটর। বিলে বলা হয়েছে, গাঁজা নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে প্রতিটি অঙ্গরাজ্য। এর আওতায় ব্যবসায়িক কর ছাড় সংক্রান্ত কিছু বাধাও আর থাকবে না—যেমন মারিজুয়ানা ব্যবসায়ীরা তাদের কর বাবদ ব্যয় কমানোর অনুমতি পাবেন।
আইনি সহায়তা সংস্থা ভিসেন্তে এলএলপির গাঁজা বিষয়ক আইনজীবী চার্লস অ্যালোভিসেটি বলেন, তিনি আশা করেন, ফেডারেল সরকার গাঁজা চাষ, বিপণন ও ব্যবহার সংক্রান্ত আইন সংস্কারে এগিয়ে আসবে, কারণ এই সংস্কার গাঁজা সংক্রান্ত অপরাধ ও চোরাকারবার কমাতে সাহায্য করবে।
বিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৫ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৬ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ দিন আগেচাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডিন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার...
৮ দিন আগে