অনলাইন ডেস্ক
সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার কাছে চা-পাতা ভালোই লাগল। তারপর ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল।’ এখন তিনি দিনে তিন-চার কাপ চা পান করেন আর চা-পাতা খান অন্তত দুই কাপ পরিমাণ।
লিউবভের প্রিয় চা ইংলিশ ব্রেকফাস্ট, চায়নিজ পুয়ের ও থাই ব্ল্যাক টি। তিনি বলেন, ‘চা-পাতার টাটকা স্বাদ থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না।’
লিউবভ মাঝেমধ্যে অন্যের ব্যবহৃত টি-ব্যাগও খান। যাঁরা জানেন লিউবভ এটা খান, তাঁরা তাঁকে তাঁদের টি-ব্যাগ দেন। বিশেষত—তাঁর বন্ধুরা, তাঁরা চা পান শেষ করে তাঁকে টি-ব্যাগ দিয়ে দেন। লিউবভ বলেন, ‘আমার কাছের বন্ধুরা এটা জানে। তারা চা শেষ করে আমাকে তাদের টি-ব্যাগ দিয়ে দেয়।’
তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লিউবভ শুধু অরগানিক বা জৈব কাগজের তৈরি টি-ব্যাগ খান। তিনি বলেন, ‘আমি প্লাস্টিক বা নাইলনের প্যাকেট এড়িয়ে চলি। তবে কিছু কাগজের প্যাকেটে কাপড় থাকে, যা চিবানো কঠিন, কিন্তু আমার খুব ইচ্ছা হলে আমি সেগুলোও খাই।’
লিউবভ জানান, তিনি এই অদ্ভুত খাদ্যাভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলেন। বলেন, ‘এটার প্রতি আমার একটা অন্য রকম লোভ ছিল, তাই ছাড়তে পারিনি।’ লিউবভ জানান, তিনি ভবিষ্যতে চায়ের প্যাকেট খাওয়া ছাড়তে চান, কিন্তু চা-পাতা খাওয়া ছাড়বেন না।
চা-পাতা খাওয়ার ঝুঁকি নিয়ে লিউবভ বলেন, ‘আমি সবকিছু গুগল করেছি এবং দেখেছি, এটি তেমন ক্ষতিকর নয়। বিশেষ করে, ধূমপান বা মদ্যপানের তুলনায় এটা ভালো। আমি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি, আমি সুস্থ। আমি ধূমপান করি না, মদ পান করি না, সুষম খাদ্য খাই। আমার শুধু এই অদ্ভুত অভ্যাসটাই আছে।’
প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-পাতায় সিসা বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, যা গর্ভাবস্থায় বা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই অভ্যস্ত না হলে এটি খাওয়ার চেষ্টা করা বা খাওয়া উচিত নয়।
সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার কাছে চা-পাতা ভালোই লাগল। তারপর ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল।’ এখন তিনি দিনে তিন-চার কাপ চা পান করেন আর চা-পাতা খান অন্তত দুই কাপ পরিমাণ।
লিউবভের প্রিয় চা ইংলিশ ব্রেকফাস্ট, চায়নিজ পুয়ের ও থাই ব্ল্যাক টি। তিনি বলেন, ‘চা-পাতার টাটকা স্বাদ থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না।’
লিউবভ মাঝেমধ্যে অন্যের ব্যবহৃত টি-ব্যাগও খান। যাঁরা জানেন লিউবভ এটা খান, তাঁরা তাঁকে তাঁদের টি-ব্যাগ দেন। বিশেষত—তাঁর বন্ধুরা, তাঁরা চা পান শেষ করে তাঁকে টি-ব্যাগ দিয়ে দেন। লিউবভ বলেন, ‘আমার কাছের বন্ধুরা এটা জানে। তারা চা শেষ করে আমাকে তাদের টি-ব্যাগ দিয়ে দেয়।’
তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লিউবভ শুধু অরগানিক বা জৈব কাগজের তৈরি টি-ব্যাগ খান। তিনি বলেন, ‘আমি প্লাস্টিক বা নাইলনের প্যাকেট এড়িয়ে চলি। তবে কিছু কাগজের প্যাকেটে কাপড় থাকে, যা চিবানো কঠিন, কিন্তু আমার খুব ইচ্ছা হলে আমি সেগুলোও খাই।’
লিউবভ জানান, তিনি এই অদ্ভুত খাদ্যাভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলেন। বলেন, ‘এটার প্রতি আমার একটা অন্য রকম লোভ ছিল, তাই ছাড়তে পারিনি।’ লিউবভ জানান, তিনি ভবিষ্যতে চায়ের প্যাকেট খাওয়া ছাড়তে চান, কিন্তু চা-পাতা খাওয়া ছাড়বেন না।
চা-পাতা খাওয়ার ঝুঁকি নিয়ে লিউবভ বলেন, ‘আমি সবকিছু গুগল করেছি এবং দেখেছি, এটি তেমন ক্ষতিকর নয়। বিশেষ করে, ধূমপান বা মদ্যপানের তুলনায় এটা ভালো। আমি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি, আমি সুস্থ। আমি ধূমপান করি না, মদ পান করি না, সুষম খাদ্য খাই। আমার শুধু এই অদ্ভুত অভ্যাসটাই আছে।’
প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-পাতায় সিসা বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, যা গর্ভাবস্থায় বা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই অভ্যস্ত না হলে এটি খাওয়ার চেষ্টা করা বা খাওয়া উচিত নয়।
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৩ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৭ দিন আগে