ল–র–ব–য–হ ডেস্ক
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১১ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে