ল–র–ব–য–হ ডেস্ক
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে