জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’
জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’
প্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
৩ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৪ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৬ দিন আগে