Ajker Patrika

মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং, তৈরি হলো বিশ্ব রেকর্ড

মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং, তৈরি হলো বিশ্ব রেকর্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’

ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।

ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’

অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত