রেজা করিম, ঢাকা
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
২ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৭ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৮ দিন আগে