Ajker Patrika

বিমানের যাত্রী যখন শুধু মা আর মেয়ে

বিমানের যাত্রী যখন শুধু মা আর মেয়ে

এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।

বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।

কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’

আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’

জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।

জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট  করি। বিষয়টি দারুণ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত