এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’
এমিরেটস এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের টিকিট ছিল ২৫ বছর বয়সী জো ডোয়েল এবং তাঁর ৫৯ বছর বয়সী মা কিমি চেডেলের কাছে। পূর্ব আফ্রিকার দ্বীপপুঞ্জ সেশেলসের একটি বিমানবন্দর থেকে তাঁরা সুইজারল্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে। কিন্তু বিমানে ওঠার পর নিজেদের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিলেন না মা আর মেয়ে। কারণ তাঁরা ছাড়া আর কোনো যাত্রী ছিল না ইকোনমি ক্লাসের কেবিনে। এ অবস্থায় কী আর করা—ক্রুদের সহযোগিতায় পুরো কেবিনটিকেই নিজের বাড়ি করে নেন জো আর কিমি।
বুধবার দ্য মিরর জানিয়েছে, আর কোনো যাত্রী না থাকায় পুরো কেবিন জুড়েই নেচে বেরিয়েছেন জো ডোয়েল। লাফালাফি আর চিৎপটাং তো আছেই। বিমানের ক্রুদের সঙ্গেও বেশ গল্প জমে যায় তাঁদের। একজন বিমানবালা জো ডোয়েলের মা কিমি চেডেলকে নিজের টুপিটি পরিয়ে দিয়েছিলেন। এসব কাণ্ডকারখানা নিয়ে মা-মেয়ে মিলে ইচ্ছেমতো অনেকগুলো টিকটক ভিডিও এবং ছবিও তুলেছেন।
কানাডার মন্ট্রিলে বসবাস করলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থান করছেন জো ডোয়েল। সাঁতারের পোশাক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। একটি টিকটক ভিডিওতে জো বলেন, ‘বিমানটি খালি পাওয়া একটি ছিল সম্পূর্ণ বিস্ময়।’
আরও বলেন, ‘আমাদের ধারণাই ছিল না যে, আমরা একা। সেশেলসে বর্ষাকাল থাকায় এবং ক্রিসমাস ডে হওয়ায় সেদিন বিমানটি খালি ছিল সম্ভবত।’
জো জানান, মাত্র দুজন যাত্রীর বিষয়ে বিমানবালারা তাঁদের জানিয়েছিল—এ ধরনের পরিস্থিতি তাঁরাও কখনো দেখেননি। বিমানটির বিজনেস ক্লাসে যেতে দেওয়া না হলেও পুরো ভ্রমণটি দারুণ উপভোগ করেছেন মায়ের সঙ্গে।
জো বলেন, ‘আমরা ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে গল্পে মেতে উঠি এবং তাদের সঙ্গে মজার মজার ভিডিও শুট করি। বিষয়টি দারুণ ছিল।’
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৫ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগে