পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দ্য ফ্লোরিডা হাইওয়ে পেট্রল পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় একটি ক্ষুধার্ত ভালুক দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহল কারে ঢোকার পথ খুঁজছে।
অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে দায়িত্ব পালন করা ট্রুপ এফ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে। এতে প্রথমে পার্ক করা গাড়ির কাছে আসতে দেখা যায় ভালুকটিকে। তারপর খুব সম্ভব খাবারের খোঁজে মুখ ও থাবা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে সে।
তবে ভালুকটির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। কারণ ওই সময় গাড়ির দরজা লক করা ছিল।
ফ্লোরিডার বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ি পার্ক করার সময় দরজা লক করে রাখার এবং পশুদের আকর্ষণ করতে পারে এমন কোনো খাবার বা আবর্জনা যানবাহনে না রাখার পরামর্শ দিয়েছেন। কারণ খাবারের সন্ধানে আগে গাড়ির লক না করা দরজা ভালুকের খোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশের গাড়িতে চুরি করার জন্য ঢোকার চেষ্টা করার সাহস দেখানো চাট্টিখানি কথা নয়। ঘাগু চোরেরাও এটা করার আগে অনেক কিছু ভাববে। তবে ভালুকের মতো বিশালদেহী প্রাণী এসবের থোরাই কেয়ার করে। এর প্রমাণ, পার্ক করা একটা পুলিশের গাড়িতে এক ভালুকের ঢোকার চেষ্টা করার দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দ্য ফ্লোরিডা হাইওয়ে পেট্রল পুলিশ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায় একটি ক্ষুধার্ত ভালুক দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি টহল কারে ঢোকার পথ খুঁজছে।
অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অংশে দায়িত্ব পালন করা ট্রুপ এফ ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে। এতে প্রথমে পার্ক করা গাড়ির কাছে আসতে দেখা যায় ভালুকটিকে। তারপর খুব সম্ভব খাবারের খোঁজে মুখ ও থাবা ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে সে।
তবে ভালুকটির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেয়। কারণ ওই সময় গাড়ির দরজা লক করা ছিল।
ফ্লোরিডার বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ি পার্ক করার সময় দরজা লক করে রাখার এবং পশুদের আকর্ষণ করতে পারে এমন কোনো খাবার বা আবর্জনা যানবাহনে না রাখার পরামর্শ দিয়েছেন। কারণ খাবারের সন্ধানে আগে গাড়ির লক না করা দরজা ভালুকের খোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৮ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে