দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।
দক্ষিণ ভারতের কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল তিনি। কী এমন হলো যে হঠাৎ ৬০ বছর বয়সী এক দিনমজুরকে নিয়ে নেট দুনিয়ায় টানাটানি শুরু হলো?
আগেই বলা হয়েছে মাম্মিক্কা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। ফটোশুটে মাম্মিক্কা একটি স্যুট পরেছিলেন এবং সে সময় তাঁর হাতে একটি আইপ্যাড দেখা যায়। মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেছিলেন, যা খুব মিলে গিয়েছিল মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে। ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য ফটোশুটের প্রস্তাব আসতে থাকে একের পর এক।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তাঁর সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
মাম্মিক্কা বলেছেন, তিনি তাঁর সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন।
মাম্মিক্কা তাঁর অত্যাশ্চর্য লুকের জন্য প্রচুর মন্তব্যও পাচ্ছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুযোগ কখন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা কারও জানা নেই। তাই সুযোগ এলে তা কাজে লাগানো উচিত। আবার অনেকের দাবি, এই সবটাই মেকআপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। এই দুইয়ের শক্তির ফলেই আজ মাম্মিক্কা দিনমজুর থেকে মডেলিং করার সুযোগ পাচ্ছেন।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে