আজকের পত্রিকা ডেস্ক
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
বিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৫ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৬ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ দিন আগেচাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডিন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার...
৮ দিন আগে