অনলাইন ডেস্ক
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
কিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে—জাপানের মাউন্ট ফুজি থেকে গত সপ্তাহে উদ্ধার করা এক চীনা শিক্ষার্থীকে। মাত্র চার দিন পরই তাঁকে আবারও উদ্ধার করা হয় একই জায়গা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী এই চীনা আরোহী গত ২২ এপ্রিল তাঁর ফোন থেকে জরুরি সেবার নম্বরে একটি কল করেন। তিনি জানান, মাউন্ট ফুজির ফুজিনোমিয়া ট্রেইলে অসুস্থ হয়ে পড়েছেন। যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার প্রায় ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
মাউন্ট ফুজিতে আরোহণের ক্ষেত্রে এখন মূলত অফ-সিজন। তাই ওই চীনা শিক্ষার্থী যখন মাউন্ট ফুজিতে উঠতে চান, তখন তাঁকে কর্তৃপক্ষ কঠোর আবহাওয়ার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার জন্য বলেন। তবে তারপরও চীনা ওই যুবক একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি সেবার নম্বরে কল করে তাঁকে উদ্ধারের আহ্বান জানান। সে মতে, তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনার চার দিন আবারও ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি কল পাওয়া যায়। তিনি হারানো ফোন ও অন্য কিছু সামগ্রী খোঁজার জন্য ফের পাহাড়ে গিয়েছিলেন। এবারও তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্য এক পর্বতারোহী তাঁকে সেখানে অচলাবস্থায় পান।
জাপানের আইন অনুসারে, যখন কাউকে উদ্ধার করা হয়, তখন তাঁর ক্ষেত্রে আইন ভঙ্গের কারণে কোনো শাস্তি হয় না। তবে ওই চীনা শিক্ষার্থীর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা তৈরি করেছে এবং অন্তত তাঁর দ্বিতীয়বার একই স্থানে ফিরে যাওয়া এবং ফের উদ্ধারের অভিযানকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় শিজুওকা পুলিশ সবাইকে সতর্ক থাকতে বলেছে। কারণ, এই পাহাড়ে তাপমাত্রা খুব কম এবং বসন্তকালেও এখানে তুষার থাকে। মাউন্ট ফুজির ট্রেইলগুলো আনুষ্ঠানিকভাবে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম অংশ পর্যন্ত খোলা থাকে, তবে অফ-সিজনেও হাইকিং নিষিদ্ধ নয়।
উল্লেখ্য, গত বছর স্থানীয় কর্তৃপক্ষ জনপ্রিয় ট্রেইলের জন্য প্রবেশ ফি এবং প্রবেশকারীর সংখ্যা সীমাবদ্ধ করার নিয়ম চালু করে। তারা বলেছে, এ বছর অন্যান্য প্রধান ট্রেইলেও একই নিয়ম চালু করা হবে। তবে অফ-সিজনে বা ট্রেইল ছাড়িয়ে হাইকিং করলে কোন ফি নেই।
জাপানি এক নারী হাসপাতালে গিয়েছিলেন জরায়ুর সমস্যা সমাধানে। চিকিৎসকেরা বললেন, তেমন কিছু না, লেজার সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সব আনুষ্ঠানিকতা সেরে তিনি নিশ্চিন্তে অপারেশন টেবিলে শুয়ে পড়লেন। কিন্তু কে জানত, এই সার্জারিই তাঁর জীবনের সবচেয়ে ‘জ্বলন্ত’ অভিজ্ঞতা হয়ে উঠবে!
১৬ ঘণ্টা আগেআসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
১ দিন আগেব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের হিমাচল প্রদেশে একের পর এক ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে প্রদেশটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে প্রদেশটির মান্ডি জেলায় একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। জেলার একটি গ্রামে কুকুর সময়মতো ডাকতে—বলা ভালো কান্না—শুরু করায় প্রাণে রক্ষা..
৩ দিন আগেকাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ...
৩ দিন আগে