আজকের পত্রিকা ডেস্ক
কেরালার কাদামাক্কুডি গ্রামটি পৃথিবীর আর দশটা গ্রামের তুলনায় হয়তো একেবারেই আলাদা। গ্রামটি যেন পানির ওপর ভাসছে। গ্রামের বিভিন্ন অংশ স্থলপথে কেবল সংযোগ সড়ক দিয়েই যুক্ত। এর বাইরে পুরো গ্রামটাই পানি দিয়ে ঘেরা। সম্প্রতি গ্রামটি আলোচনায় এসেছে ভারতীয় শিল্প গোষ্ঠী মাহিন্দ্রার চেয়ারম্যানের বদৌলতে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি এক্সে এক পোস্টের মাধ্যমে ইন্টারনেটে তাক লাগিয়েছেন। অনুপ্রেরণামূলক ও হৃদয়ছোঁয়া কনটেন্ট শেয়ার করার জন্য পরিচিত আনন্দ জানিয়েছেন, তিনি ভারতের কেরালার কোচির কাছাকাছি অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপাঞ্চল ‘কাদামাক্কুডি’ সফর করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরে কোচিতে ব্যবসায়িক সফরের সময় তিনি সেখানে যাবেন বলে জানান।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কেরালার কাদামাক্কুডি। বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে...এটি আমার পছন্দের তালিকায় রয়েছে এই ডিসেম্বরের জন্য। কারণ ওই সময় আমি কোচিতে ব্যবসায়িক সফরে থাকব, যেখান থেকে মাত্র আধঘণ্টার পথ।’
এই বার্তার সঙ্গে তিনি কাদামাক্কুডির মনোমুগ্ধকর একটি ভিডিওও শেয়ার করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা, ছবি ও ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ শেয়ার করতে থাকেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি যেন কেরালার প্রকৃত সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা।’
আরেকজন লিখেছেন, ‘আপনি খুবই ভাগ্যবান। কুয়াশাভেজা সকাল, সোনালি সূর্যাস্ত আর এক অপার্থিব নিস্তব্ধতা...এটি কেরালার সবচেয়ে লুকানো রত্ন, যা সবার চোখের সামনে থেকেও অনেকের অজানা।’
তৃতীয় আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে আবহাওয়ার অবস্থা জেনে যাবেন। বৃষ্টি বা শীতের সময়ই এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগে। প্রচণ্ড গরমে ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবে এর অর্ধেক সৌন্দর্যও থাকে না।’ আরও একজন লেখেন, ‘অবিশ্বাস্য! আমার মতে, কাদামাক্কুডি হচ্ছে শান্তি আর প্রকৃতির নিখুঁত মেলবন্ধন।’
কাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ, কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার, সবুজ ধানখেত ও গ্রাম্য জীবনের জন্য।
পর্যটকেরা এখানে নৌ-ভ্রমণ, কায়াকিং, পাখি দেখা ও ফটোগ্রাফির পাশাপাশি স্থানীয় বিভিন্ন কর্মযজ্ঞ যেমন চিংড়ি চাষ, তাড়ি সংগ্রহ আর নারিকেল দিয়ে তৈরি দড়ি বানানোর কাজও দেখতে পারেন। এই এলাকায় ‘পোক্কালি’ ধান চাষ খুবই জনপ্রিয়, যা লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম। ২০০৮ সালে এই ধানের জাত ‘জিআই ট্যাগ’ পায়, যা এর স্বাতন্ত্র্য ও গুণগত মানের স্বীকৃতি।
কেরালার কাদামাক্কুডি গ্রামটি পৃথিবীর আর দশটা গ্রামের তুলনায় হয়তো একেবারেই আলাদা। গ্রামটি যেন পানির ওপর ভাসছে। গ্রামের বিভিন্ন অংশ স্থলপথে কেবল সংযোগ সড়ক দিয়েই যুক্ত। এর বাইরে পুরো গ্রামটাই পানি দিয়ে ঘেরা। সম্প্রতি গ্রামটি আলোচনায় এসেছে ভারতীয় শিল্প গোষ্ঠী মাহিন্দ্রার চেয়ারম্যানের বদৌলতে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি এক্সে এক পোস্টের মাধ্যমে ইন্টারনেটে তাক লাগিয়েছেন। অনুপ্রেরণামূলক ও হৃদয়ছোঁয়া কনটেন্ট শেয়ার করার জন্য পরিচিত আনন্দ জানিয়েছেন, তিনি ভারতের কেরালার কোচির কাছাকাছি অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপাঞ্চল ‘কাদামাক্কুডি’ সফর করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরে কোচিতে ব্যবসায়িক সফরের সময় তিনি সেখানে যাবেন বলে জানান।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কেরালার কাদামাক্কুডি। বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে...এটি আমার পছন্দের তালিকায় রয়েছে এই ডিসেম্বরের জন্য। কারণ ওই সময় আমি কোচিতে ব্যবসায়িক সফরে থাকব, যেখান থেকে মাত্র আধঘণ্টার পথ।’
এই বার্তার সঙ্গে তিনি কাদামাক্কুডির মনোমুগ্ধকর একটি ভিডিওও শেয়ার করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা, ছবি ও ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ শেয়ার করতে থাকেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি যেন কেরালার প্রকৃত সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা।’
আরেকজন লিখেছেন, ‘আপনি খুবই ভাগ্যবান। কুয়াশাভেজা সকাল, সোনালি সূর্যাস্ত আর এক অপার্থিব নিস্তব্ধতা...এটি কেরালার সবচেয়ে লুকানো রত্ন, যা সবার চোখের সামনে থেকেও অনেকের অজানা।’
তৃতীয় আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে আবহাওয়ার অবস্থা জেনে যাবেন। বৃষ্টি বা শীতের সময়ই এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগে। প্রচণ্ড গরমে ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবে এর অর্ধেক সৌন্দর্যও থাকে না।’ আরও একজন লেখেন, ‘অবিশ্বাস্য! আমার মতে, কাদামাক্কুডি হচ্ছে শান্তি আর প্রকৃতির নিখুঁত মেলবন্ধন।’
কাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ, কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার, সবুজ ধানখেত ও গ্রাম্য জীবনের জন্য।
পর্যটকেরা এখানে নৌ-ভ্রমণ, কায়াকিং, পাখি দেখা ও ফটোগ্রাফির পাশাপাশি স্থানীয় বিভিন্ন কর্মযজ্ঞ যেমন চিংড়ি চাষ, তাড়ি সংগ্রহ আর নারিকেল দিয়ে তৈরি দড়ি বানানোর কাজও দেখতে পারেন। এই এলাকায় ‘পোক্কালি’ ধান চাষ খুবই জনপ্রিয়, যা লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম। ২০০৮ সালে এই ধানের জাত ‘জিআই ট্যাগ’ পায়, যা এর স্বাতন্ত্র্য ও গুণগত মানের স্বীকৃতি।
বিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৫ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৬ দিন আগেচীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান বা প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ দিন আগেচাকরি খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডিন বেশ কার্যকর ও জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে আজকাল চাকরির টাইটেলগুলো বেশ চমকপ্রদ। কেউ নিজেকে বলেন ‘ভিশনারি লিডার’, কেউবা ‘স্ট্র্যাটেজিক ইনোভেটর।’ কিন্তু নয়ডার বাসিন্দা অনিল বাভেজা সবকিছুর বাইরে গিয়ে নিজের প্রোফাইল বানালেন একেবারে আলাদা! চাকরি ছাড়ার...
৮ দিন আগে