অনলাইন ডেস্ক
কেরালার কাদামাক্কুডি গ্রামটি পৃথিবীর আর দশটা গ্রামের তুলনায় হয়তো একেবারেই আলাদা। গ্রামটি যেন পানির ওপর ভাসছে। গ্রামের বিভিন্ন অংশ স্থলপথে কেবল সংযোগ সড়ক দিয়েই যুক্ত। এর বাইরে পুরো গ্রামটাই পানি দিয়ে ঘেরা। সম্প্রতি গ্রামটি আলোচনায় এসেছে ভারতীয় শিল্প গোষ্ঠী মাহিন্দ্রার চেয়ারম্যানের বদৌলতে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি এক্সে এক পোস্টের মাধ্যমে ইন্টারনেটে তাক লাগিয়েছেন। অনুপ্রেরণামূলক ও হৃদয়ছোঁয়া কনটেন্ট শেয়ার করার জন্য পরিচিত আনন্দ জানিয়েছেন, তিনি ভারতের কেরালার কোচির কাছাকাছি অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপাঞ্চল ‘কাদামাক্কুডি’ সফর করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরে কোচিতে ব্যবসায়িক সফরের সময় তিনি সেখানে যাবেন বলে জানান।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কেরালার কাদামাক্কুডি। বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে...এটি আমার পছন্দের তালিকায় রয়েছে এই ডিসেম্বরের জন্য। কারণ ওই সময় আমি কোচিতে ব্যবসায়িক সফরে থাকব, যেখান থেকে মাত্র আধঘণ্টার পথ।’
এই বার্তার সঙ্গে তিনি কাদামাক্কুডির মনোমুগ্ধকর একটি ভিডিওও শেয়ার করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা, ছবি ও ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ শেয়ার করতে থাকেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি যেন কেরালার প্রকৃত সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা।’
আরেকজন লিখেছেন, ‘আপনি খুবই ভাগ্যবান। কুয়াশাভেজা সকাল, সোনালি সূর্যাস্ত আর এক অপার্থিব নিস্তব্ধতা...এটি কেরালার সবচেয়ে লুকানো রত্ন, যা সবার চোখের সামনে থেকেও অনেকের অজানা।’
তৃতীয় আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে আবহাওয়ার অবস্থা জেনে যাবেন। বৃষ্টি বা শীতের সময়ই এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগে। প্রচণ্ড গরমে ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবে এর অর্ধেক সৌন্দর্যও থাকে না।’ আরও একজন লেখেন, ‘অবিশ্বাস্য! আমার মতে, কাদামাক্কুডি হচ্ছে শান্তি আর প্রকৃতির নিখুঁত মেলবন্ধন।’
কাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ, কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার, সবুজ ধানখেত ও গ্রাম্য জীবনের জন্য।
পর্যটকেরা এখানে নৌ-ভ্রমণ, কায়াকিং, পাখি দেখা ও ফটোগ্রাফির পাশাপাশি স্থানীয় বিভিন্ন কর্মযজ্ঞ যেমন চিংড়ি চাষ, তাড়ি সংগ্রহ আর নারিকেল দিয়ে তৈরি দড়ি বানানোর কাজও দেখতে পারেন। এই এলাকায় ‘পোক্কালি’ ধান চাষ খুবই জনপ্রিয়, যা লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম। ২০০৮ সালে এই ধানের জাত ‘জিআই ট্যাগ’ পায়, যা এর স্বাতন্ত্র্য ও গুণগত মানের স্বীকৃতি।
কেরালার কাদামাক্কুডি গ্রামটি পৃথিবীর আর দশটা গ্রামের তুলনায় হয়তো একেবারেই আলাদা। গ্রামটি যেন পানির ওপর ভাসছে। গ্রামের বিভিন্ন অংশ স্থলপথে কেবল সংযোগ সড়ক দিয়েই যুক্ত। এর বাইরে পুরো গ্রামটাই পানি দিয়ে ঘেরা। সম্প্রতি গ্রামটি আলোচনায় এসেছে ভারতীয় শিল্প গোষ্ঠী মাহিন্দ্রার চেয়ারম্যানের বদৌলতে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি এক্সে এক পোস্টের মাধ্যমে ইন্টারনেটে তাক লাগিয়েছেন। অনুপ্রেরণামূলক ও হৃদয়ছোঁয়া কনটেন্ট শেয়ার করার জন্য পরিচিত আনন্দ জানিয়েছেন, তিনি ভারতের কেরালার কোচির কাছাকাছি অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপাঞ্চল ‘কাদামাক্কুডি’ সফর করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরে কোচিতে ব্যবসায়িক সফরের সময় তিনি সেখানে যাবেন বলে জানান।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কেরালার কাদামাক্কুডি। বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে...এটি আমার পছন্দের তালিকায় রয়েছে এই ডিসেম্বরের জন্য। কারণ ওই সময় আমি কোচিতে ব্যবসায়িক সফরে থাকব, যেখান থেকে মাত্র আধঘণ্টার পথ।’
এই বার্তার সঙ্গে তিনি কাদামাক্কুডির মনোমুগ্ধকর একটি ভিডিওও শেয়ার করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা, ছবি ও ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ শেয়ার করতে থাকেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটি যেন কেরালার প্রকৃত সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা।’
আরেকজন লিখেছেন, ‘আপনি খুবই ভাগ্যবান। কুয়াশাভেজা সকাল, সোনালি সূর্যাস্ত আর এক অপার্থিব নিস্তব্ধতা...এটি কেরালার সবচেয়ে লুকানো রত্ন, যা সবার চোখের সামনে থেকেও অনেকের অজানা।’
তৃতীয় আরেকজন মন্তব্য করেন, ‘দয়া করে আবহাওয়ার অবস্থা জেনে যাবেন। বৃষ্টি বা শীতের সময়ই এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগে। প্রচণ্ড গরমে ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবে এর অর্ধেক সৌন্দর্যও থাকে না।’ আরও একজন লেখেন, ‘অবিশ্বাস্য! আমার মতে, কাদামাক্কুডি হচ্ছে শান্তি আর প্রকৃতির নিখুঁত মেলবন্ধন।’
কাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ, কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার, সবুজ ধানখেত ও গ্রাম্য জীবনের জন্য।
পর্যটকেরা এখানে নৌ-ভ্রমণ, কায়াকিং, পাখি দেখা ও ফটোগ্রাফির পাশাপাশি স্থানীয় বিভিন্ন কর্মযজ্ঞ যেমন চিংড়ি চাষ, তাড়ি সংগ্রহ আর নারিকেল দিয়ে তৈরি দড়ি বানানোর কাজও দেখতে পারেন। এই এলাকায় ‘পোক্কালি’ ধান চাষ খুবই জনপ্রিয়, যা লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম। ২০০৮ সালে এই ধানের জাত ‘জিআই ট্যাগ’ পায়, যা এর স্বাতন্ত্র্য ও গুণগত মানের স্বীকৃতি।
জাপানি এক নারী হাসপাতালে গিয়েছিলেন জরায়ুর সমস্যা সমাধানে। চিকিৎসকেরা বললেন, তেমন কিছু না, লেজার সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সব আনুষ্ঠানিকতা সেরে তিনি নিশ্চিন্তে অপারেশন টেবিলে শুয়ে পড়লেন। কিন্তু কে জানত, এই সার্জারিই তাঁর জীবনের সবচেয়ে ‘জ্বলন্ত’ অভিজ্ঞতা হয়ে উঠবে!
১৬ ঘণ্টা আগেআসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
১ দিন আগেকিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
১ দিন আগেব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের হিমাচল প্রদেশে একের পর এক ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে প্রদেশটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে প্রদেশটির মান্ডি জেলায় একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। জেলার একটি গ্রামে কুকুর সময়মতো ডাকতে—বলা ভালো কান্না—শুরু করায় প্রাণে রক্ষা..
৩ দিন আগে