মৃত্তিকা পণ্ডিত
ঢাকা: মাগাওয়া, একটি দৈত্যকার ইঁদুর। কিন্তু দায়িত্ব অনেক। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ৭১টি স্থলমাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। চাকরি জীবনে কাজের স্বীকৃতি হিসেবে গড়েছে স্বর্ণপদক পাওয়ার রেকর্ড। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সে সম্মানিত হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ৭১টি মাইন এবং বহু বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে মাগাওয়া। তবে এবার ক্যারিয়ারের ইতি টানছে সাত বছর বয়সী মেগাওয়া। মাগাওয়ার তত্ত্বাবধায়ক মেলান বিবিসিকে জানান, বার্ধক্যজনিত কারণে তাকে অবসরে পাঠানো হচ্ছে। কাজের গতি কিছুটা কমে আসায় মাগাওয়ার চাহিদাকে সম্মান জানাতেই তাকে অবসরে পাঠানো হবে। তার জায়গায় নিয়োগ হবে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর।
মাগাওয়ার প্রকৃত আবাস আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্তের কাজে বিশেষ পারদর্শী এই প্রাণীটি। ২০১৪ সালে মাগাওয়ার জন্ম। জন্মের পর আপোপো নামের একটি দাতব্য সংস্থা তাকে বিস্ফোরক শনাক্তের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। এরপর তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। সেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে রাখে সাফল্যের স্বাক্ষর।
বোমা শনাক্তে ইঁদুরটি মেটাল কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। শরীরের ওজন কম হওয়ায় মাইনের ওপর দিয়ে হেঁটে গেলেও সেটি বিস্ফোরণ হয় না বলে খুব সহজেই সে কাজ সম্পন্ন করতে পারে। ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম কোনো ইঁদুর যাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।
৭০ এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে ৬০ লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে প্রায় ১৯ হাজারের বেশি মানুষের। এসব মাইন শনাক্তে অনেক আগে থেকেই বিভিন্ন প্রশিক্ষিত ইঁদুরদের ব্যবহার করা হচ্ছে। মাগাওয়া তাঁদের মধ্যে অন্যতম।
ঢাকা: মাগাওয়া, একটি দৈত্যকার ইঁদুর। কিন্তু দায়িত্ব অনেক। পাঁচ বছরের ক্যারিয়ারে সে ৭১টি স্থলমাইন শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। চাকরি জীবনে কাজের স্বীকৃতি হিসেবে গড়েছে স্বর্ণপদক পাওয়ার রেকর্ড। কম্বোডিয়ার মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সে সম্মানিত হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ৭১টি মাইন এবং বহু বিস্ফোরক দ্রব্য শনাক্ত করেছে মাগাওয়া। তবে এবার ক্যারিয়ারের ইতি টানছে সাত বছর বয়সী মেগাওয়া। মাগাওয়ার তত্ত্বাবধায়ক মেলান বিবিসিকে জানান, বার্ধক্যজনিত কারণে তাকে অবসরে পাঠানো হচ্ছে। কাজের গতি কিছুটা কমে আসায় মাগাওয়ার চাহিদাকে সম্মান জানাতেই তাকে অবসরে পাঠানো হবে। তার জায়গায় নিয়োগ হবে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর।
মাগাওয়ার প্রকৃত আবাস আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্তের কাজে বিশেষ পারদর্শী এই প্রাণীটি। ২০১৪ সালে মাগাওয়ার জন্ম। জন্মের পর আপোপো নামের একটি দাতব্য সংস্থা তাকে বিস্ফোরক শনাক্তের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। এরপর তাকে পাঠানো হয় কম্বোডিয়ায়। সেখানে পাঁচ বছরের ক্যারিয়ারে রাখে সাফল্যের স্বাক্ষর।
বোমা শনাক্তে ইঁদুরটি মেটাল কিংবা মানুষের চেয়ে দ্রুত কাজ করতে পারে। শরীরের ওজন কম হওয়ায় মাইনের ওপর দিয়ে হেঁটে গেলেও সেটি বিস্ফোরণ হয় না বলে খুব সহজেই সে কাজ সম্পন্ন করতে পারে। ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম কোনো ইঁদুর যাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।
৭০ এর দশকে গৃহযুদ্ধের সময় কম্বোডিয়া জুড়ে ৬০ লাখের বেশি মাইন পুঁতে রাখা হয়। বিভিন্ন সময়ে সেগুলো বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে প্রায় ১৯ হাজারের বেশি মানুষের। এসব মাইন শনাক্তে অনেক আগে থেকেই বিভিন্ন প্রশিক্ষিত ইঁদুরদের ব্যবহার করা হচ্ছে। মাগাওয়া তাঁদের মধ্যে অন্যতম।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে