Ajker Patrika

ইউটিউবে ভাইরাল হওয়ার বাসনায় বিমান বিধ্বস্ত করায় অলিম্পিক তারকার কারাদণ্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৩
ইউটিউবে ভাইরাল হওয়ার বাসনায় বিমান বিধ্বস্ত করায় অলিম্পিক তারকার কারাদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বাসনা থেকে ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এক ইউটিউবারের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত এ রায় দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইচ্ছাকৃতভাবে বিমান বিধ্বস্ত করায় এবং এ বিষয়ে মার্কিন তদন্ত কর্মকর্তাদের মিথ্যা বলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক অলিম্পিক স্নোবোর্ডার ট্রেভর জ্যাকব।

ট্রেভর জ্যাকব ২০২১ সালে ডিসেম্বরে ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও পোস্ট করেন। সেখানে প্যারাস্যুট পরে হাতে সেলফিস্টিক বিমান থেকে তাঁকে লাফ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখ মানুষ এ ভিডিও দেখেছে।

এ ঘটনায় চলতি বছরের শুরুতে জ্যাকবের বিরুদ্ধে বিমান ধ্বংস ও আদালতের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

তবে গতকাল সোমবার আদালতে দোষ স্বীকার করে জ্যাকব বলেন, তিনি একটি পণ্যের বিজ্ঞাপন হিসেবে ওই ভিডিওটি ধারণ করেছেন।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল কৌঁসুলিরা বলছেন, সম্ভবত সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ ধরনের কাজ করেছেন। যাই হোক, এ ধরনের দুঃসাহসী কাজ সহ্য করা হবে না।

এক বিবৃতিতে আদালতের রায়কে ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে মেনে নিয়ে জ্যাকব বলেন, তাঁর জন্য এটি একটি লজ্জাজনক অভিজ্ঞতা ছিল।

২০২১ সালে নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা বিমানবন্দর থেকে একাই একটি ছোট বিমানে করে উড়াল দেন। ওই বিমানে ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা ছাড়াও জ্যাকব নিজের সঙ্গে সেলফিস্টিক ও প্যারাস্যুট নিয়ে যান।

সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয় থেকে বলা হয়, তাঁর গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য ছিল না। তিনি মাঝপথে ফ্লাইটে বিমান থেকে প্যারাস্যুটসহ লাফ দেওয়ার ও তা বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ভিডিও করার পরিকল্পনা করেন।

বিমানটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩৫ মিনিট পর লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে পৌঁছে জ্যাকব প্লেনটির আছড়ে পড়ার ফুটেজ সংগ্রহ করেন।

এরপর একই বছর ২৩ ডিসেম্বর ইউটিউবে তিনি ‘আমি আমার উড়োজাহাজ ভূপাতিত করেছি’—এমন শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। এ ভিডিওতে একটি ওয়ালেট কোম্পানির বিজ্ঞাপন ছিল বলে জানান আদালত কৌঁসুলি।

অনেক দর্শকই এ দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা উল্লেখ করেন, জ্যাকব আগে থেকেই প্যারাস্যুট পরেছিলেন এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করানোর কোনো চেষ্টাই করেননি। ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে এটি প্রায় ৩০ লাখ মানুষ দেখেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত