আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন সিনেমায় শাকিব খানকে দেখা যাবে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর চরিত্রে। এ নিয়ে সমালোচনাও হয়েছে। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও উঠেছে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
নানা জল্পনা শেষে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। গত বুধবার আবু হায়াত মাহমুদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শুরু হবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিং।
‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই শাকিব খানের নতুন সিনেমা নিয়ে গুঞ্জন চলছে। নির্মাতা হিসেবে শোনা যাচ্ছিল মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ বেশ কয়েকজনের নাম। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব।